জয়িতা চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা ১. তোমাকে ছুঁয়ে কতটুকু আর দূরত্ব তোমার আমার মাঝে সহস্র আলোকবর্ষ চোকিতে পার হতে পারি তুমি দাঁড়িয়ে থাকলে বিপরীত পারে রোজ মনে হয় তোমার পায়ের কাছে হাঁটু গেরে বসি তোমার নগ্ন বুকে উষ্ণ নিঃশ্বাস ফেলার আগে ভাগে স্বীকার করে নিই আমি দোষী শঙ্খের মতো অলঙ্কিত পায়ের পাতা দুটো বুকের কাছে টানি […]
বিচিত্র কুমার-এর কবিতাগুচ্ছ ভালোবাসা শব্দটি কোন এক এলোকেশী একবিংশ শতাব্দীর মেয়ে ভালোবাসা শব্দটি নিয়ে চলে যাচ্ছে কোন দিকে না চেয়ে, স্বপ্নিল পৃথিবীতে হেঁটে হেঁটে দু’আঁখিতে স্বপ্ন এঁকে ইচ্ছে নদীর উতলা তীরের দিকে। এদিকে চিকিমিকি রৌদ্রে বসে প্রেমিক কবি কবিতা লিখছে তার আপরূপ দেখে। ফুল ফুটেছে গাছে গাছে প্রজাপতি উড়ছে পাখিরা সুরে সুরে কত না ডাকছে, […]
বিচিত্র কুমার এর একগুচ্ছ বৈশাখের রোমান্টিক কবিতা (০১) বৈশাখী সেই বৈশাখের দুপুর কি মনে আছে? নক্ষত্রের মতো তপ্ত ছিলো রোদ, আমরা হেঁটেছিলাম শুকনো ধুলোর পথ ধরে, তোমার আঙুল জড়িয়ে ছিলো আমার হাতের রেখাগুলো। গোলাপি শাড়ির আঁচল দুলছিলো হাওয়ায়, আমি দেখেছিলাম— তোমার কপালে ছোট্ট বিন্দু ঘাম, যে বৃষ্টির মতো ঝরে পড়তে চাইছিলো আমার বুকে। তুমি হেসেছিলে, […]