সাহিত্য ও কবিতা

দুই কবিতা |||| পুলক বড়ুয়া

দুই কবিতা |||| পুলক বড়ুয়া


নরক

আমি সে অভিশপ্ত ।

তাই, এখানে দাঁড়িয়ে আছি ।
তাই, এখানে আছি,
এভাবে আছি,
আমাকে এতকিছু দেখতে হচ্ছে ।
শুনতে হচ্ছে,
বলতে হচ্ছে,
—বখতে হচ্ছে;

আমার আশীর্বাদের জীবন না ।
তাহলে, আমার ওপর বেহেস্ত নসিব হত ।
আমাকে নরক গুলজার করতে হত না ।


যদি বল

যদি বল
আসব
যদি বল
ভাবব
যদি বল
গুণব
যদি বল
শুনব
যদি বল
গড়ব
যদি বল
লড়ব

যদি বল
বাজি
যদি বল
রাজি
যদি বল
বাঁচি
যদি বল
সংবাদটি শেয়ার করুন