ফিচার্ড সাহিত্য ও কবিতা

আমরা ।।।। শীতল চট্টোপাধ্যায়

আমরা ।।।। শীতল চট্টোপাধ্যায়


পুজোর সকাল হয়ে আমরা
শারদীয়ায় জাগব ,
পুজোর গন্ধ হয়ে আমরা
শিউলি ফুলে থাকব ৷
পুজোর হৃদয় হয়ে আমরা
দুর্গা বুকে জুড়ব ,
পুজোর পাখি হয়ে আমরা
মেলা আলোয় উড়ব ৷
পুজোর কলা বউয়ে আমরা
হলুদ শাড়ি পরব ,
শারদীয়ার পুজো গানে
আমরা সুরে ঝরব ৷
পুজোর ঘন্টা বাজায় আমরা
বুকের ঘন্টা শুনব ,
দুর্গা হাতে অসুর মারার
সংখ্যা শুধু গুনব ৷
পুজোর চন্ডী পাঠে আমরা
চন্ডী হয়ে জাগব ,
শক্তি হতে সব দেবতার
শক্তি বুকে মাগব ৷
পুজোর তিথি হয়ে আমরা
পুজোর ক্ষণে বইব ,
দুর্গা সাথে নীরব কথা
ঠোঁট না নেড়ে কইব ৷
পুজোর দুর্গা বর্ণে আমরা
দুর্গা রঙই মাখব ,
দুর্গা সঙ্গী হয়ে আমরা
পুজোর ঘরে থাকব ৷


জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন