ফিচার্ড বিশ্ব

দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন: হ্যানকক

দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন: হ্যানকক

সিবিএনএ অনলাইন ডেস্ক/ ১৬ মে। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের। 

ভারতীয় করোনার ধরনকে বিজ্ঞানীরা আরও বেশি ক্ষতিকর এবং সংক্রামক বলছেন। ডাবল মিউটেশনের ফলে করোনা মানুষকে বেশি হারে যেমন আক্রান্ত করছে, তেমনি অসুস্থও করছে বেশি।

এদিকে, ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল হলে করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে। নতুন ধরনের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর। এ ব্যাপারে আমাদের উচ্চ আত্মবিশ্বাস আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন না নেয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।’

ম্যাট হ্যানকক বলেন, ‘লকডাউনের বিষয়ে আমরা ১৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সব সময় বলছি সতর্ক থাকতে হবে।’

ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজন পড়লে ‘অর্থনৈতিক ও সামাজিক’ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ব্রিটিশ সরকার

সূত্র: স্কাইনিউজ।( দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ভারতীয় স্ট্রেইন: হ্যানকক )


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =