Uncategorized

ঈদে বাড়ি ফেরা! |  বিশ্বজিৎ মানিক

ঈদে বাড়ি ফেরা! |  বিশ্বজিৎ মানিক


নারীর টানে যাবেই বাড়ি – সামনে রেখে ঈদ
পৌঁছবে কখন নিজ ঠিকানায় – নেই যে কারো নিদ
আন্তঃ জেলার পরিবহন – বন্ধ আছে সব
যেতেই হবে তবু বাড়ি – সবার একই রব।

করোনার এই মহা ছোবল – করছে না কেউ কেয়ার
যাবেই বাড়ি, যেতেই হবে – সবাই যেন ডেয়ার
পাশের দেশে মরছে মানুষ – হাজার হাজার দিনে
বিসর্জিত হচ্ছে যে প্রাণ – ভয় কারো নেই মনে।

জীবন ঝুঁকি বিবেচনায় – বন্ধ ছিল ফেরি
উপচে পড়ে যাচ্ছে ঘাটে – চাচ্ছে না কেউ দেরি
অবশেষে বন্ধ ফেরি – আবার খুলে দিলে
হাজার মানুষ সেই ফেরিতে – উঠছে গিয়ে ঠেলে।

গাড়ির ভিতর বসছে সবাই – আগের মতো ঠেসে
মাস্ক মুখে নেই, বলছে কথা – কেউবা হেঁসে হেঁসে
পুলিশ যখন বন্ধ করে – দিচ্ছে এসব গাড়ি
হেঁটেই চলে যাচ্ছে সবাই – যেতেই হবে বাড়ি।

ভাবছে না কেউ মহা বিপদ – হতেই পারে এতে
ঝুঁকি নিয়েই চলছে মানুষ – চাচ্ছে বাড়ি যেতে
এসব দেখে হচ্ছে মনে – নেই কোন ভয় আর
চেতন যদি নাই-বা থাকে – করবে কি সরকার?

০৯/০৫/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =