বেগম জিয়ার দ্রুত আরোগ্যে যুক্তরাষ্ট্র বিএনপির দোয়া-মাহফিল
নিউইয়র্কে বেগম জিয়ার উন্নত চিকিৎসায় প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি
এনআরবি নিউজ/ ৮মে, ২০২১ । বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে এলে চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন নেতা-কর্মীরা। ৭ মে শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপির এ সমাবেশে উপস্থিত সকলে সমস্বরে এই ঘোষণার পাশাপাশি বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক আচরণের অভিযোগও করেছেন।
বেগম জিয়ার দ্রæত আরোগ্য কামনায় এই দোয়া-মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপনে কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, সারাটি জীবন বাংলাদেশের গণতন্ত্র এবং মেহনতি মানুষের অতন্দ্র প্রহরীর ভ’মিকায় থাকা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতরভাবে অসুস্থ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্যে বিদেশে আসতে দিন। ম্যাডাম যুক্তরাষ্ট্রে এলে আমরা তার সুচিকিৎসার ব্যবস্থা এবং সমস্ত ব্যয় বহন করবো। মূলধারার এই রাজনীতিক গিয়াস আহমেদ আরো বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হলেই বাংলাদেশের গণতন্ত্র পরিপুষ্ট হবে।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় মহাসচিব চিত্রনায়ক হেলাল খানও গিয়াস আহমেদের বক্তব্যের প্রতি অকুন্ঠ সমর্থন দিয়ে বলেন, মানবিকতার স্বার্থেও তার সুচিকিৎসার্থে বিদেশে আসতে দেয়া দরকার। হেলাল খান বলেন, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও টালবাহানা করা হচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘ম্যাডাম নিউইয়র্কে চিকিৎসার জন্যে এলে আমি নিজ বাড়ি ছেড়ে দেব। পারিবারিক আমেজে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করবো।’
খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু এবং সদস্য-সচিব মিল্টন ভ’ইয়া। উভয়েই অনুষ্ঠানে না আসায় কঠোর সমালোচনা করে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু বলেন, ম্যাডামের জন্যে দোয়া মাহফিলে আসতে তাদের এত কার্পণ্য কেন? জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম ক্ষুব্ধচিত্তে বলেন, বেগম জিয়ার রোগমুক্তি কামনার অনুষ্ঠানে না এসে জিল্লু আর মিল্টন সাহেবেরা কোথায় গেছেন-নেতা-কর্মীরা তা জানতে চায়। উল্লেখ্য, বহুল বিতর্কিত ঐ উদযাপন কমিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যেকার অনৈক্য ঘুচে যাবে বলে সকলে আশা করলেও বাস্তবে ঘটছে তার উল্টো।
ব্রæকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দির সঞ্চালনায় এ মাহফিলে আরো বক্তব্য রাখেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং সেক্রেটারি মো. সুরুজ্জামান, সুবর্ণ জয়ন্তি উদযাপন কমিটির যুগ্ম সদস্য-সচিব ওমর ফারুক, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, স›দ্বীপ জাতীয়তাবাদি ফোরামের সভাপতি এস এম ফেরদৌস, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবুল কাশেম ও আহসান উল্লাহ বাচ্চু, টেক্সাস বিএনপির সাবেক সভাপতি মো. বশীর, নোয়াখালী জাতীয়তাবাদি ফোরামের সভাপতি সালেহ আহমেদ মানিক, জাগপার সভাপতি রহমতউল্লাহ এবং স্থানীয় সিটি কাউন্সিলে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ মামনুনুল হক। মাওলানা আবুল কালাম কর্তৃক পবিত্র কোরআন থেকে পাঠের মধ্যদিয়ে শুরু আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা নূরুল হুদার নেতৃত্বে। কমিউনিটির বিপুলসংখ্যক রোজাদার এতে অংশ নেন।
এর আগে বিএনপি নেতা রাফেল তালুকদারকে আহবায়ক এবং সারোয়ার খান বাবুকে সদস্য-সচিব করে যুক্তরাষ্ট্র বিএনপির একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে দলের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উদযাপনের জন্যে। এই আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা হচ্ছেন বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। জিয়ার শাহাদৎ বার্ষিকীর সার্বিক প্রস্তুতি সভা হবে ১৬ মে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। সে সময় আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান