আইফোন ১৩ সিরিজে থাকছে নতুন চমক
ডিএসএলআরের মতো ক্যামেরা থাকবে আইফোনের নতুন সিরিজে। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কিউপার্টিনো নামে যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের সহযোগিতা নিচ্ছে এই সিরিজটির ক্যামেরা অপশনের জন্য।
অ্যাপল বলছে, করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে আনা হবে এই সিরিজটি।
প্রযুক্তি বিষয়ক কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়, আইফোনের নতুন সিরিজে ফেস চিপসহ একাধিক ছোট চিপ ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বলেছিল, তাদের আইফোনের নতুন সিরিজের রিয়ার ক্যামেরার সেটআপ অন্য সিরিজগুলোর আকারের চেয়ে বড় হতে পারে।
অ্যাপল এক ব্লগপোস্টে জানায়, সিরিজটিতে সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের মতো ফিচার থাকবে। একই সঙ্গে নতুন সিরিজে আইফোন নির্মাতা কোম্পানিটি ডাইরেক্ট টাইম অব ফ্লাইট টেকনিক ব্যবহার করবে। এ সেন্সর যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান দেবে।
উল্লেখ্য, এর আগে আইফোন ১২ সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সেই সঙ্গে আইফোন ১৩ সিরিজ নিয়েও ব্যবহারকারীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান