মেঘ ও মানুষ ।। বিপ্লব ঘোষ এখন মেঘেদের দেখলে মনে পড়ে কোনো নদীর পাড়ে বাউলেরা এসেছে তাঁবু টানিয়ে থাকবে মাধুকরী করে শ্রাবণ শেষে কখন তারা চলে গেছে । যে মেঘ আসে,সে কি আর ফেরে কখন ঢেউয়ের মতো প্রতিটি মেঘ যেমন তাই মনে হয় এই আমার আপন শুধু মানুষ গেলে কেনো করো রোদন ! —————————————— […]
চুপ কেন তুই ??? ।।।। শীতল চট্টোপাধ্যায় (জলঙ্গী প্রায় মরে যাওয়া নদী একটি, বাঁচনোর আন্দোলন হাঁটছে কিন্তু জলঙ্গী হাঁটলো কই! ) এত ডাকেও- ও নদী তুই কেন সাড়া দিসনা রে ? জল চোখে তোর আমার দু’চোখ কেন এঁকে নিসনা রে ? চুপ কেন তুই ? চুপ কেন তুই ? বলতো তোকে কেমন করে একটুখানি একবার […]
মনিরুজ্জামান প্রমউখ– এর একগুচ্ছ কবিতা ——————————————————————————– ভয়- বেসুমার চিত্রে’র প্রাণবায়ুতে প্রাণ সঁপে আছে, পত্র পল্লবহীন জীবনে । ঘুমগুলোও ভেনিস জাগরণে মত্ত। গতোকাল যাইনি, বিকেলে’র পোষাক পাল্টাতে। জানিনা, পাতলা ক্রনিক কালোমানিক প্রিয়া আমার- ঘর ছেড়েছিলো কিনা রাস্তা’র টানে। আমার হৃদয়ে’র সেলে, যার- বর্তমানে পূর্ণ আনাগোনা। ভয়- বেসুমার হয়ে হৃৎপিণ্ড না খুলে বসে ! ——————- ভাবুকটা ডুবন্ত, […]