মুঠোগুচ্ছ পুলক বড়ুয়া ১ উন্মুখ আঙুলের কী দোষ ওষ্ঠের কী পাপ তোমার চোখের পাতার তো কোন দোষ নেই অধরের কী দোষ, নির্দোষ,—অধরা : অপরাধহীন তোমার বুকের ওঠানামা, ধুকপুক আমি ডাক্তার নই আমি সব জানি আমি সব বলে দেব একবুক উন্মুখ সুখদুখ আমাকে মাপতে দাও শুধু ! ২ স্তূপ তুমিই শেখালে তুমিই দেখালে দেহের দেয়ালে যুগল […]
করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া। করোনাকালের পঙ্ক্তিমালানা-ছুঁয়ে আমার আঙুল, চরণ-পঙ্ক্তিমালা, থাকোযাও, সরো, সরে দাঁড়াও, অনতিদূর। কেন ছোঁবে কবিতার…
বাউল ।।।। শীতল চট্টোপাধ্যায় তোমার ঘরেও বাউল আছে কই চিনেছো তুমি তারে ? কই বুঝেছো ঘরে থেকেও যাচ্ছে বাউল অচিন পারে ! কই খুঁজেছো দোতারা তার ? গলার ভেতর মাটির গলা , কই দেখেছো এই বাউলের উদাস পথে একলা চলা ? কই বেঁধেছো বাউল মানুষ হৃদয়-মনের বাঁধন বেঁধে ? কই পেয়েছো দর্শনও তার যে যায় […]