কানাডার সংবাদ

শুভ জন্মদিন লেখক |||| বিদ্যুৎ ভৌমিক

শুভ জন্মদিন লেখক |||| বিদ্যুৎ ভৌমিক

নিরলস প্রাবন্ধিক, বিজ্ঞানমনষ্ক গবেষক, প্রাণবন্ত লেখক,  প্রজ্ঞঅনুবাদক ও শক্তিশালী সংগঠক কানাডার টরন্টো নিবাসী সুব্রত কুমার দাসের ৫৭তম শুভ জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ প্রাণবন্ত লেখক ও অনুবাদক সুব্রত কুমার দাস একজন সরল, মিষ্টভাষী ও সাদা মনের অতি উদার মানুষ যিনি অতি সহজেই পরিচিত/অপরিচিত মানুষকে আপন করে নিতে পারেন । স্বনামধন্য এ লেখকের সাথে প্রথম পরিচয়েই আমার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা দেখে বুঝতে পেরেছিলাম, কেন সুব্রত কুমার দাস এত জনপ্রিয় এবং মানুষ  কেন তাকে এত ভালোবাসে ও শ্রদ্ধা করে ।

প্রতিদানে তিনি নিজেও মানুষকে আপন করে নিতে পারেন ও শ্রদ্ধা করেন । ১৯১৩ সালে কানাডায় আসার পূর্বে সুব্রত কুমার দাস ইংরেজী সাহিত্যের অতি সফল শিক্ষক ও অধ্যাপক হিসাবে প্রায় বিশ বছর বাংলাদেশের বিভিন্ন সরকারী কলেজে সাফল্যের সাথে শিক্ষকতা করছেন । কলেজে শিক্ষকতার পাশাপাশি লেখার প্রতি সুব্রত কুমার দাসের অধিক আগ্রহ তার অগাধ পড়াশুনা, পান্ডিত্য ও তার জ্ঞানের  গভীরতাকে সুন্দরভাবে প্রষ্ফুটিত করে তুলে ।

সুব্রত কুমার দাস এ পর্যন্ত অতি সাফল্যের সাথে ২৭ টি গ্রন্থ লিখেছেন বা রচনা চলেছেন । বাংলাদেশের উপন্যাস সাহিত্য নিয়ে তার দ্বিভাষী ওয়েবসাইট www.bdnovels.org ২০০৩ সাল থেকেই অনলাইনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে কাজ করে চলেছে । সুব্রত কুমার দাস এখনও লিখে চলেছেন এবং তার একাধিক গ্রন্থ প্রকাশের অপেক্ষায় । ৪ মার্চ ৫৭তম শুভ জন্মদিনে প্রাণবন্ত লেখক সুব্রত কুমার দাসের দীর্ঘজীবন কামনা করছি সমস্ত মন ও অন্তর দিয়ে ।

সিবিএনএ-এর প্রধান নির্বাহী সদেরা সুজন খ্যতিনামা লেখক, টিভি ব্যক্তিত্ব, উপস্থাপক, গবেষক সুব্রত কুমার দাসের জন্মদিনে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন