প্রাতিস্বিক ||||| পুলক বড়ুয়া
এদিক ওদিক এদিক সেদিক
একটা মাথা একজোড়া কান
একজোড়া চোখ একজোড়া ঠোঁট
একজোড়া হাত একজোড়া পা
রক্তমাংস অস্থিমজ্জা
আসছে যাচ্ছে ঘুরছে ফিরছে
উঠছে বসছে ছুটছে জুটছে
আঁকাবাঁকা সোজাসাপ্টা
তোমার আমার এবং সবার
খাচ্ছিদাচ্ছি ঘুমুচ্ছি ঠিক
সবার কাছে কী আন্তরিক
সবার মাঝে কী অমায়িক
সবার সাথে কী সামাজিক
তার ভিতরে আদিখ্যেতা
কাউকে নিয়ে আবোল তাবোল
কাউকে নিয়ে কী পাগলামি
কারও জন্যে কী একরোখা
মান-অভিমান শাপ-শাপান্ত
বকতে থাকি জপতে থাকি
লড়তে থাকি পুড়তে থাকি
সে জায়গাটিই প্রাতিস্বিক
সে ভাবনাটি অসামাজিক !
এস এস/সিএ