কানাডার অর্থমন্ত্রী কর্তৃক কানাডায় ফেডারেল বাজেট ঘোষণা
বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক | গতকাল ১৯ এপ্রিল সোমবার বিকালে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড লিবারেল সরকারের পক্ষে ২ বছরের মধ্যে প্রথম কানাডার ফেডারেল বাজেট ঘোষণা করেছেন। ফেডারেল বাজেটএর হাইলাইটসগুলো নিম্নে দেওয়া হল:
১. আগামী পাঁচ বছরে ২০২৬ সালের মধ্যে ফেডারেল সরকার প্রাথমিক শিক্ষা এবং শিশু যত্ন এবং আদিবাসীদের প্রাথমিক শিখন এবং পরের বছরে প্রেস্কুলার ডে কেয়ার স্পেসের জন্য গড়ে 50 শতাংশ ফি বরাদ্দ খাতে $৩০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে এবং এবং ২০২৬ সালের মধ্যে গড়ে ১০ ডলার এক দিনের যত্নের ফি বরাদ্দ হবে।
২. দীর্ঘমেয়াদী কেয়ার সেন্টারগুলোতে সিনিয়রদের যত্নের মান উন্নত করতে প্রদেশ এবং অঞ্চলগুলিকে সহায়তা করার জন্য স্বাস্থ্য কানাডা ২০২২-২৩ সালে পাঁচ বছরে তিন বিলিয়ন ডলার ব্যয় করবে। ফেডারেল সরকার বলছে যে, এই অর্থায়ন সিনিয়রদের নিরাপদ রাখবে এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করবে।
৩. বায়ো-ম্যানুফ্যাকচারিং এবং ভ্যাকসিন উন্নয়ন ও উৎপাদনে কানাডার জাতীয় ক্ষমতা পুনর্নির্মাণের জন্য কানাডার জৈব উৎপাদন ও জীবন-বিজ্ঞান খাতে ২.২ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।
৪. প্রাদেশিক বা আঞ্চলিক ন্যূনতম মজুরি যেখানে বেশি, সেই মজুরির সাথে মিল রেখে ও মুদ্রাস্ফীতির দিকে লক্ষ্য রেখে প্রতি ঘণ্টায় $১৫ ডলার করে ফেডারেল ন্যূনতম মজুরি প্রতিষ্ঠার জন্য আইন প্রবর্তন করা হচ্ছে।
৫. আগামী জুনের ৬ তারিখ থেকে ২০ শে নভেম্বরের মধ্যে যোগ্য কর্মচারীদের বা Employeeদের বর্ধিত বেতন বা পারিশ্রমিকের জন্য যোগ্য নিয়োগকারীদের ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদানের জন্য একটি নতুন কানাডা রিকভারি হায়ারিং প্রোগ্রাম কর্মসূচিকে ব্যবসায়ীদের পক্ষে সহজেই যোগ্য কর্মচারীদের Hire করা সহজ করার জন্য $৫৯৫ মিলিয়ন ডলার যোগ্য নিয়োগকারীদের বা Employer দের সরবরাহ করা হবে।
৬. কর্মসংস্থান সৃষ্টি, একটি পরিষ্কার অর্থনীতি গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং সুরক্ষার জন্য সবুজ অর্থনীতি পুনরুদ্ধারের দিকে ১৭.৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে।
৭. প্রদেশ এবং অঞ্চল এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ব্রডব্যান্ড প্রকল্পগুলির আরও দ্রুত গতিতে সহায়তা করার জন্য ২০২১-২২ থেকে শুরু করে ইউনিভার্সাল ব্রডব্যান্ড ফান্ডে ছয় বছরের মধ্যে ১ বিলিয়ন ডলার বরাদ্দ করা হবে।
৮. আদিবাসী ও অ-আদিবাসী মানুষের মধ্যে আর্থ-সামাজিক ব্যবধান হ্রাস করার চেষ্টা করার জন্য আগামী পাঁচ বছরে আদিবাসী জনগোষ্ঠীর অবকাঠামোর উন্নয়নের জন্য $১৮ বিলিয়ন ডলার ব্যয় করা হবে।
৯. ৩৫,০০০ আবাসন বা হাউজিং ইউনিট তৈরি, মেরামত বা সহায়তা করতে সহায়তার জন্য বিদ্যমান তহবিলের ২.৫ বিলিয়ন ডলার এবং পুনঃব্যবস্থাপনার ১.৩ বিলিয়ন ডলার থাকবে।
১০. অনাবাসীদের মালিকানাধীন খালি সম্পত্তিতে কানাডার প্রথম জাতীয় কর প্রবর্তন করা হবে।
১১. ফেডারেল সরকার আগামী তিন বছরে নতুন ব্যয়েরর $ ১০০ বিলিয়ন ডলার অর্থনৈতিক Recovery র জন্য অবকাঠমো উন্নয়নে Infrastructure খাতেব্যয় করা হবে।
১২. ২০২১-২২ এর অর্থবছরে জন্য $১৫৫ বিলিয়ন ডলার ঘাটতি রেকর্ড করা হয়েছে।
কানাডিয়ান প্রেসের এই বাজেট প্রতিবেদনটি ১৯ এপ্রিল ২০২১ সালে প্রথম প্রকাশিত হয়েছে।
সূত্র: CTV News Canada
১৯ এপ্রিল ২০২১
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান