প্রবাসের সংবাদ

ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

দূতাবাস প্রেরীত সংবাদ/ ওয়াশিংটন ডিসি ১৭ মার্চ ২০২১ । যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাগণ দূতাবাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এই দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ  আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো:  শাহরিয়ার আলম কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যের  আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত  এম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে সমাপণী বক্তব্যে প্রদান করেন। তিনি  বলেন, বঙ্গবন্ধুর দর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা করতে হবে। তিনি আরো বলেন দেশ ও জাতির কল্যাণে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োজিত আছেন, তাদের বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এবং নীতির প্রশ্নে আপোষহীন থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে দেশের নাগরিকদের স্বীয় অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

Bangladesh Embassy in Washington DC celebrates the 101st Birth Anniversary of Bangabandhu

Washington D.C., March 17, 2021.The Embassy of Bangladesh in Washington DC celebrated the 101st Birth Anniversary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and National Children’s Day, 2021, with due respect and fervor on March 17. On this occasion, Ambassador M Shahidul Islam hoisted the national flag in the Chancery premises. Later  accompanied by the officials of the Embassy, he placed a floral wreath at the bust of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman.

A discussion session was held at the Chancery on highlighting the significance of the day. The messages from President Md Abdul Hamid, Prime Minister Sheikh Hasina, Foreign Minister Dr. A.K. Abdul Momen, and State Minister for Foreign Affairs Md Shahriar Alam were read out. At the end of the program, a special prayer was offered, seeking divine blessings and salvation of the departed souls of the Father of the nation and other members of his family.

In his concluding remarks, Ambassador M. Shahidul Islam illuminated on Bangabandhu Sheikh Mujibur Rahman’s life and ideals. He said that we must take lessons from the philosophy of Bangabandhu. He added that the public servants, following the ideals of Bangabandhu, should carry on their services to the nation and remain unwavering in the question of principles. Mentioning the hard work and firm resolve of Prime Minister Sheikh Hasina to realize the Father of the nation’s dreams, the Ambassador urged all to contribute to building  ‘Sonar Bangla’.

সংবাদটি শেয়ার করুন