আমার সীমান্ত | পুলক বড়ুয়া
এদিকে চাই ওদিকে চাই
একাকী চাই একত্রে চাই
এপারে চাই ওপারে চাই
ওপরে চাই নিচে চাই
ডাইনে চাই বায়ে চাই
উত্তরে চাই দক্ষিণে চাই
পুবে চাই পশ্চিমে চাই
ঈশানে চাই নৈঋতে চাই
বায়ুতে চাই অগ্নিতে চাই
আলোতে চাই অন্ধকারে চাই
বাহিরে চাই ভিতরে চাই
আকাশে চাই বাতাসে চাই
শূন্যে চাই মাটিতে চাই
সসীমে চাই অসীমে চাই
দর্শনে, কর্ষণে, আকর্ষণে চাই
অলিতে গলিতে চলিতে চাই
রাজপথে চাই
ধ্যানেজ্ঞানে স্বপ্নে সাজাই
কল্পনায় চাই
চিন্তায় চাই
চিত্তে কুড়াই
কাছাকাছি পাশাপাশি কথপোকথনে চাই
সীমার গভীরে যাই
সীমার ভিতরে ঠাঁই
সীমানা পেরিয়ে ঘাই