ফিচার্ড সাহিত্য ও কবিতা

শীতল চট্টোপাধ্যায় এর কবিতা

শীতল চট্টোপাধ্যায় এর কবিতা


শুরুর সানাই
রাতের শেষটা ফুরালো যেই
নববর্ষ শুরুর সানাই ,
সেই সুরেতে সব বুকে আজ
সানাই ছাড়া আর কিছু নাই ৷
বোশেখ শুরুর ক্ষণ
জুড়ল সারাক্ষণ ,
জীবন ডানায় রঙ
নতুন লাগায় মন ৷
ভোরের থেকে জেলে কাকা
ডিঙ্গিতে স্রোত জুড়ে চলে ,
সূর্য দেখে ‘নববর্ষ’
আজকে সে-ই প্রথম বলে ৷
দাঁড়ে নাচার তাল
জলের গায়ে জাল ,
জালে ধরা দেয়
নতুন সকাল লাল ৷
নদীর দু’দিক পাড় বরাবর
নতুন রাঙা বছর তাকায় ,
জেলে কাকা বলল – তাকে ,
থাকবি গরীব মনঘরে আয় ৷
ভরল দিনে মাঠ
বসছে ক্রমে হাট ,
ছুঁতে নতুন স্রোত
বউরা নদীর ঘাট ৷
নববর্ষ সঙ্গে নিয়ে
জেলে কাকা ফিরল বাড়ি ,
পাড়ের হাটে মাছ বেচে আজ
আনল বউয়ের রঙিন শাড়ি ৷
জেলে কাকার ঘর
কষ্ট বছর ভর ,
শাড়ির গন্ধে আজ
দুখের গন্ধ পর ৷

ছবি

ছবি হ’তে , ছবি দিইনা মোবাইলকে ৷
মোবাইলে ছবি হয়ে
অহরহ ফেসবুকের বুকে সেঁটে থাকতে
ভাললাগেনা ৷
অন্তর দিয়ে অন্তরকে ছবি করার
যুগ পেরোনোর মানুষ বলেই ,
সমর্পিত হতে পারিনা –
চলমান যান্ত্রিক সময়ের
অনায়াস – সহজলভ্য ছবি হওয়ার
মোবাইলে ৷
ছবি হওয়ার মুহূর্ত এখন প্রতি মুহূর্তে ৷
ইচ্ছে হলেই ছবি হওয়া , ছবি মোছা কিংবা
ভাবনা বা ভাবনাহীনের সারা সময়ই যেন
ছবি ক্লিকের সময় ৷
কিন্তু , শুধু মাত্র চোখ মাধ্যমে
সমুখের চোখকে ছবি করতে –
সেই যে ,দীর্ঘতর স্বপ্ন পথ বাওয়া ,
সেই যে , অনেক দিনের অদেখার
দূরত্ব অতিক্রম করার পর
একদিন একবার একান্তের কিছুক্ষণকে
ছবি হওয়ার জীবন্ত ক্ষণ করে পাওয়া ,
সেই ক্ষণকে অতি যত্নে আগলে রাখতেই ,
ছবি হইনা এখন আর ৷



জগদ্দল , উত্তর ২৪ পরগণা, ভারতবর্ষ 


এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন