দেশের সংবাদ

দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার চার ভাগের এক ভাগই পজিটিভ

দেশে করোনা আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার চার ভাগের এক ভাগই কোভিড-১৯ পজিটিভ।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,০৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

আর এই সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন।

এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ২,৩৯১ জনের মৃত্যু হল।

আর বাংলাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন এক লক্ষ ৮৬ হাজার ৮৯৪ জন।

দৈনিক স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্যা জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদে মধ্যে পুরুষ ৩০ জন আর নারী ৯ জন। আর এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০ জন আর নারী ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ এখন প্রতি চারজনের পরীক্ষায় একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছেন।

নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ১২,৪২৩টি নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে নয় লক্ষ ৫২ হাজার ৯৪৭টি।

তিনি বলেন, এই সময়ে ৪,৭০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ৯৮,৩১৭ জন সুস্থ হয়েছেন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ।

সূত্রঃ বিবিসি বাংলা

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন