নিষিদ্ধ সংলাপ |||| পুলক বড়ুয়া
তোমার কথার স্বাধীনতা
কে কেড়ে নিয়েছে
তোমার কথারা কী এখন নিরুদ্দেশ ?
পাসপোর্ট-ভিসাহীন
মেয়াদবিহীন, নাকি নবায়ন নিতে হবে ?
কবে থেকে বাকশক্তিহীন
তুমি বাকপ্রতিবন্ধী হয়ে গেলে
বাকরুদ্ধ ? বাকস্বাধীনতাহীন ?
এটা কী তোমার স্বকপোলকল্পিত ?
তুমি স্বেচ্ছা নির্বাসিত হয়ে গেলে ?
কথাগুলি কোথায় হারিয়ে গেল ?
নাকি গুম-খুনে ধামাচাপা !
ক্রসফায়ারের চিপায়, মাইনক্যার
চিপায় চাপায় নাকি নিজেই লুকিয়ে
রেখেছ, ধরেছ টুঁটি চেপে ?
সোনালি শিকল পরিয়ে রেখেছ আপন সংলাপ,—
স্বগত সংলাপ,—
আহা, কত গোপন স্বপন !—
তোমার হৃদয় কী ব্যাংকের সুরক্ষিত ভল্ট
তোমার বুকের বর্ণমালা ফুটে আছে
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার মতোন
যৌবনের মৌবনের মতো
বসন্তের ডালে
অধরা উঁচুতে
বুকের খাঁচায় লাফায় ঝাপায় পোষা
পাখির মতোন, বন্দী
পাখির মতোন, সেই
খাঁচার দুয়ারটুকু আমি খুলে দিলে
বনের পাখির মতো
তোমার মনের পাখি
আদি ও আদিম বন্যতায়
বেরিয়ে পড়বে
তোমার ব্যকুল
কথার একেকটি কথার
চরণগুলোর উচ্চারণগুলো—তুমি বলি দিলে
তা হবে আত্মহত্যার নামান্তর
তোমার অবাধ
অবোধ অবাধ্য বধ্যভূমিতে হয়ো না
তুমি মৌন-আত্মঘাতী
আমি তার নীরব দর্শক
হয়ে দাঁড়িয়ে থাকতে পারব না !