মাতাল চালকের কাণ্ড |||| বিশ্বজিৎ মানিক
সত্যি কথা লিখছি শুধু – সত্যি কথাই লিখছি।
অসাবধানতার কারণেই ঘটে – এমনটি ছিল ধারণা।
চালনার কালে সতর্কতা তাদের – দেখেছি অপলক।
শত শত মাইল গাড়ি চড়ে মনে – হয়নি সৃষ্টি ভীতি।
গাড়িচড়া কালে ঘুমিয়ে পড়েছি – পাইনিতো কোনদিন ভয়।
পরে গেলে সামনে অকারণে – কখনো ভাঙবে না কারো ঠ্যাং।
সাতাশ তারিখ গাড়িতে ছিল – পরিপূর্ণ প্যাসেঞ্জার।
শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাসে – আসতে ছিলাম বাড়ি।
অনুরোধে বলে গেট লক করো – যাত্রী সাধারণ।
প্যাসেঞ্জার একজন কথা শুনে তার – রেগে উঠেছিল জ্বলে।
কিছু দূর গিয়ে টানছিল গাড়ি – চলছিলো হতে মেচাকার।
পেয়েছে ধারণা নেশাখোর চালক – খেয়েছে হয়তো ‘ তাড়ি ‘।
ইষ্ট নাম সবে কেঁদে কেঁদে জোরে – করতেই থাকে স্মরণ।
সাহসী এক বীর সিট খানা ছেড়ে – উঠে গেল তাড়াতাড়ি।
চালু রেখে গাড়ি করে তাড়াতাড়ি – ইমারজেন্সি গেট খোলে।
ঝাপটি মেরে ধরে ফেলে ভাই – চালকের বাম হাতে।
মাথা ঠিক নেই এই বলে সে – জানিয়েছিল তার দাবী।
এমন চালক নিয়োগ না দিয়ে – যাত্রীদের করো ধন্য।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন