ব্যাংকক পোস্টের প্রতিবেদন
চীন থেকে করোনা রোগী প্রবেশ করলেই গুলির নির্দেশ উত্তর কোরিয়ায়!
তারিক চয়ন।।
মার্কিন ফোর্স দক্ষিণ কোরিয়ার কমান্ডার রবার্ট আব্রামস্ বলেছেন, করোনার সংক্রমণ রুখতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রশাসন করোনা আক্রান্ত কাউকে চীন থেকে উত্তর কোরিয়ায় প্রবেশ করতে দেখামাত্রই গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছে। চীনা সীমান্তের এক বা দু’কিলোমিটারের মধ্যে একটি নতুন বাফার জোন তৈরি করা হয়েছে। সেখানে উত্তর কোরিয়ার এসওফি (স্পেশাল অপারেশন ফোর্স) মোতায়েন করা আছে। সেখানেই ওদের গুলি করার নির্দেশ দেয়া আছে।
উত্তর কোরিয়ার প্রধান সহযোগী দেশ চীন থেকে করোনাভাইরাসের আগমন হয়ে সারা দুনিয়ায় তান্ডব চালালেও, এখন পর্যন্ত উত্তর কোরিয়ার কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা, সে বিষয়ে নির্দিষ্ট কোনও খবর মেলেনি। সেটা ঘটে থাকলে উত্তর কোরিয়ার (স্বাভাবিক অবস্থায়) নাজুক স্বাস্থ্যসেবা ব্যবস্থা তা সামলাতে হিমশিম খাবে।
তবে করোনার আশঙ্কায় গত জানুয়ারি থেকেই চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে রেখেছে পিয়ংইয়ং। জুলাইয়ে সেদেশের সরকারি সংবাদমাধ্যম জানায়, দেশটিতে সর্বোচ্চ পর্যায়ের জরুরি অবস্থা চলছে।
সিএ/এসএস
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন