দেশের সংবাদ

রাজশাহীতে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার

বঙ্গবন্ধু টাওয়ার

রাজশাহীতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার । ‘জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ’র তত্ত্বাবধানে ‘রাজশাহী হাউজিং এস্টেটের সেক্টর-১’ এর উপশহর নিউমার্কেট এলাকায় অত্যাধুনিক এই বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করা হবে।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজি নজরুল ইসলাম, সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ।

 

গত ২৪ ঘণ্টায় দেশে ১২৮২ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১,২৮২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গেছেন ৩৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা ৪,৭০২ জন।

এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

সূত্রঃ বিডি প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন