সাহিত্য ও কবিতা

মিড় |||| পুলক বড়ুয়া


মিড়

পুলক বড়ুয়া


এখনও কী গান গাও ? এখনও কী আত্মায় তোমার
আকাঙ্ক্ষার মনোবীণা ডিঙা বায় পারাপার করে ।

টের পাও ঢেউ ওঠে ঢেউ তোলে শরীরের ভাঁজে
ভাঁজে বাঁকে বাঁকে; ইচ্ছেগানঘুড়ি ঘুরে ঘুরে উড়ে
আকাশ বাতাস আলো ভূঁয়ে আপাদমস্তক গোত্তা
খায় গান কেটে ধায় ! আজো আমি কানে দ্যাখি
আজও শুনি ঠিক সেই যেভাবে শুনিয়েছিলে ঠিক
সেই মতো একদম আদি-অকৃত্রিম অবিকৃত;
সেই দেশ-কাল-পাত্র তার রূপ-রস-গন্ধ আজও
আমি অবিকল তাল-লয়ে ভালবাসি;—ফের চাই;
ভেঙে ফেলা প্যাগোডার সন্ধ্যাপ্রদীপের মতো তুমি
প্রার্থনায় গলে গলে নিজেকে নিঃশেষ করো না হে

কন্ঠে তুলে ধর স্বরলিপির মশাল মিছিলের
অগ্নিঝরা অগ্নিশিখা,ঝান্ডা; কালো কালো অক্ষরের
অঙ্গ থেকে অঙ্গারের কৃষ্ণকায় দেহ ছেনে তাকে
প্রিয়তম আলিঙ্গনে প্রিয়তমা ছন্দে-দ্বৈতানন্দে
ওষ্ঠে তোল, চুমু খাও, মিড়ের অতল-শীর্ষে যাও !


সংবাদটি শেয়ার করুন