সাহিত্য ও কবিতা

বাঘা বাঙালি |||| ভূষণজিৎ চৌধুরী


বাঘা বাঙালি |||| ভূষণজিৎ চৌধুরী

ভাই পারেনা বোন বাঁচাতে এ কেমন কথা
মা-বাবা পারেনা দেখে ভয়ে কাঁপছে মাথা!
স্বামী ব্যর্থ বউ বাঁচাতে বাঁচার কী উপায়?
কন্যা যদি বাঘিনী হয় তবেই ভাগ্য সহায়!

কন্যা জায়া জননীর রূপেই তুমি আছ
বীরাঙ্গনা দুর্গা হয়ে এবার থেকে বাঁচ!
প্রীতিলতার কথা নারী যখন ভুলে গেছে
তখন থেকেই বিপদটা যে পাছে লেগে আছে।

দেবী চৌধুরাণীর কথা পড়েছি সেই বইয়ে
ভীরু হয়ে থাকতে গেলে আটকাবে কী সইয়ে?
তাইতো নারী সাহস বাড়াও বীরের বেশ ধর
জানোয়াররা পালিয়ে যাবে শক্তি সঞ্চয় কর।

আমরা যারা মানুষ নামের দুপায়েতে চলি
আমাদেরও দায় আছে ভাই-বোনদের বলি।
সামনে আরো খারাপ সময় আসার পথে আছে!
বাঘা বাঙালি নিজে বাঁচ বাঁচাও যারা কাছে।

২৬-০৯-২০২০ খ্রিস্টাব্দ

 

⇒এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন