সাহিত্য ও কবিতা

বিজয়ার প্রতিজ্ঞা ||||  বিশ্বজিৎ মানিক

বিজয়ার প্রতিজ্ঞা
বিজয়ার প্রতিজ্ঞা |||বিশ্বজিৎ মানিক

মায়ের আশীর্বাদে – হোক ধরা পূণ্য
হয় না যেন আর – কারো ঘর শূন্য
শান্তির বারতা – বয় যেন ধরাতে
আখি জল যেন আর – হয় নাকো ঝড়াতে।

শারদের বিজয়ায় – আশাকরি সকলে
পড়তে হয় না যেন – আর কোন ধকলে
দূর হোক ধরা থেকে – যতো অনাচার
সকলের তরে হোক – সমান বিচার।

বিচারের বাণী যেন – নিরবে না কাঁদে
পড়তে হয় না যেন – কারো কোনো ফাঁদে
সকলেই চলি মোরা – হয়ে ভাই ভাই
অপরের কাছে যেন – থাকে মোর ঠাঁই।

রোগ শোক জরা যেন – নিঃশেষ হয়
মানুষের জীবনাচার – হোক শান্তিময়
শান্তির পৃথিবীতে – বসবাস করি
থাকি যেন সবে মিলে – শোক পরি হরি।

কামনাটি থাকে যেন – সকলের উদার
বাঁধা যেন হয় না কারো – পালনে আচার
আচারে বিচারে যেন – মানুষ হতে পারি
জন্মেছি যে মাটিতে – তথাতেই মরি।

আফ্রিকা এশিয়া – আমেরিকা ইউরোপ
থাকি যেন সবে মিলে – আছি যেইরূপ
সৃষ্টির সেরা জীব – শাস্ত্র পাঠে মিলে
থাকা হয় যেন সবে – মিলে দিলে দিলে।

মারামারি হানাহানি – হয় কেন জানি
কেহ মোরা জল বলি – কেহ বলি পানি
জল আর পানিতে বলো – তফাৎ কোথায়
যথা থেকে জল আসে – পানিও সেথায়।

যাহা পানে বাঁচে প্রাণ – জীবন তথায়
ভেদাভেদ তবে কেন – আসেনা মাথায়
সৃষ্টির কর্তা যদি – হয় একজন
তুমি তবে কেন নও – আমার স্বজন?

বিজয়ার দিনে আজ – প্রতিজ্ঞাটি করি
আসো ভাই তুমি পাশে – হাতে হাত ধরি
মিলেমিশে থাকি মোরা – দেশবাসীগণ
পর নয় কেহ মোরা – সকলেই আপন।

২৬/১০/২০২০ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন