দেশের সংবাদ

কমলগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজার সমাপ্তি

দূর্গাপূজার সমাপ্তি

কমলগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজার সমাপ্তি
সজীব দেবরায় ।। বেজেছে বিদায়ের সুর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সোমবার(২৬ অক্টোবর) শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন সকাল থেকে পূজা অর্চনা, অঞ্জলী প্রদান, গীতা পাঠ, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় সন্ধ্যা আরতী অনুষ্ঠিত হয়। দূর্গাপূজার চতুর্থ দিন গতকাল রবিবার মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবীর বন্দনায় কমলগঞ্জের প্রতিটি পূজামÐপে বিষাদের সুর বাজতে শুরু করে। মহামারী করেনা ভাইরাস ও বৃষ্টি উপেক্ষা করে মÐপে মÐপে ছিল ভক্ত ও দশনার্থীর ভিড়। কমলগঞ্জে এ বছর ১৫২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডপে প্রবেশ করতে মন্ডপ কমিটি ও আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে।
সোমবার সকাল ৬টায় মন্ডপ গুলোতে দশমী প‚জা শুরু হয়ে সকাল ৭টা ৪৭ মিনিটের মধ্যে প‚জা সমাপন ও দর্পণ বিসর্জন করা হয়েছে। বিকালে প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণ করা হয়। করোনার কারণে এবার বিজয়া শোভাযাত্রা বের হয় নি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে প‚জার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্তলোকে (পৃথিবী) আসেন দোলায়(পালকী) চড়ে, আর মা দূর্গা স্বর্গলোকে বিদায় নেন গজে (ঘোড়া) চড়ে। সোমবার (২৬ অক্টোবর) বিজয়া দশমীতে বিকাল থেকে উপজেলার ১৩৯টি র্সাবজনীন প‚জা মন্ডপ ও ১৩টি ব্যক্তিগত পূজা মন্ডপের প্রতীমা ধলাই, লাঘাটা, ক্ষরিণী নদীসহ বিভিন্ন জলাশয় ও পুকুরে বিসর্জন দেয়া হয়। সেখানে ধুপ-ধোঁয়ার আড়তি, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়। এদিকে কমলগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন পূজা মন্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ ধলাই নদীর ব্রীজ, লাঘাটা নদীসহ বিভিন্ন পুকুরে প্রতিমা বির্সজনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা উপজেলা প‚জা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, সোমবার বিকাল ৩টায় পৌর এলাকার পুরাতন ব্রীজ সংগলœ ধলাই নদীতে কমলগঞ্জ পৌর এলাকায় বেশ কয়েকটি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলির সদস্য সুব্রত দেবরায় সঞ্জয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর লাল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দাস, বিভিন্ন মন্ডপ কমিটির সদস্যবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও এলাকার সনাতনী ভক্তবৃন্দ।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন