বিশ্ব

বাইডেনের বাড়িকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা

নো ফ্লাই জোন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বাইডেনের বাড়িকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা

মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনের বাড়ি ও আশেপাশের এলাকা সাময়িকভাবে ‘নো ফ্লাইং জোন’ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সেই সাথে বাড়ানো হয়েছে বাইডেনের বাড়ির নিরাপত্তাও। সেখানে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত সংখ্যক সিক্রেট সার্ভিস সদস্য। খবর ফক্স নিউজের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন রাজ্যের ফলাফল বিশ্লেষণ করে ধরেই নেওয়া হচ্ছে দেশটির আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ইতিমধ্যে তিনি ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যেকোনো সময় নিজেকে বিজয়ী দাবি করতে পারেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা শুক্রবার থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদার করেছে এবং সে অনুসারেই পদক্ষেপ নিচ্ছে।

 

এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন