বিশ্ব

বিজ্ঞানী হত্যায় জড়িতদের কয়েকজনকে আটক করেছে ইরান’

বিজ্ঞানী হত্যায়
মোহসেন ফাখরিজাদে

বিজ্ঞানী হত্যায় জড়িতদের কয়েকজনকে আটক করেছে ইরান’

ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, “এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, এমনকি আমাদের নিরাপত্তা সংস্থা কয়েকজনকে আটক করেছে। অপরাধীরা বিচারের হাত থেকে পালাতে পারবে না এবং তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।”
ইরানের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা আরও বলেন, বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত রয়েছে তবে আমেরিকার গোয়েন্দা সংস্থাসহ অন্যদের ষড়যন্ত্র এবং সহযোগিতা ছাড়া তার একার পক্ষে এই বর্বর হত্যাকাণ্ড সম্পন্ন করা সম্ভব হয়নি।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, হত্যাকাণ্ডের ঘটনা এবং এর সংগঠকদের নানা তথ্যপ্রমাণ থেকে পরিষ্কার হয়েছে যে, ইসরায়েল এ ঘটনায় জড়িত কিন্তু আমেরিকা এবং অন্যদের সহযোগিতা ছাড়া কোনমতেই তারা এই হত্যাকাণ্ড ঘটাতে সফল হতে পারেনি।

তিনি বলেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু মাঠ পর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়নের ঘটনায় তারা অন্য লোকজন, গোয়েন্দা সংস্থা এবং সরঞ্জামাদি ব্যবহার করেছে।

গত ২৭ নভেম্বর ইরানের রাজধানী তেহরানের কাছে দেশটির শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে বর্বর হত্যাকাণ্ডের শিকার হন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন