কানাডার সংবাদ

টরন্টোতে এগিয়ে চলছে শহীদ মিনারের শেষ পর্যায়ের কাজ

শহীদ মিনারের

টরন্টোতে এগিয়ে চলছে শহীদ মিনারের শেষ পর্যায়ের কাজ

টরন্টো: “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র সার্বিক তত্ত্বাবধানে চলছে শহীদ মিনারের শেষ পর্যায়ের কাজ। প্রেসিডেন্ট ম্যাক আজাদ জানিয়েছেন, সুদূর ইতালী থেকে আনা ধবধবে শাদা শ্বেত পাথর শহীদ মিনারের গায়ে মোড়ানো হচ্ছে।এই সাপ্তাহের শুরুতেই পাথর লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মাঝে দুই দিন মেম্বারিং বা বিশেষ এক ধরনের পেইন্ট দিয়ে রাখা হয়েছিল। এখন পুরো দমে চলছে পাথর বসানোর কাজ। এ যেন বহু দিনের আকাক্সিক্ষত সেই স্বপ্ন আজি সত্যি সত্যি বাস্তব হতে চলেছে। ম্যাক আজাদ অনুরোধ করেছেন, মনুমেন্টের কাজ সফল এবং সম্পূর্ণভাবে শেষ করতে আমাদের আরো কিছু অর্থের প্রয়োজন হবে।

বরাবরের মতই সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি। সেই ক্ষেত্রে সংগঠনের চেয়ারপারসন ব্যারিস্টার চয়নিকা দত্ত, সংগঠনের প্রেসিডেন্ট ম্যাক আজাদ, মহাসচিব রিজুয়ান রহমান এবং কোষাদক্ষ মির্জা রহমানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তি।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন