কানাডার সংবাদ

দেবিকা বড়ুয়া আর নেই, চলে গেছেন না ফেরার দেশে


দেবিকা বড়ুয়া আর নেই, চলে গেছেন না ফেরার দেশে।  বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ নিরজ বড়ুয়ার শাশুড়ি মা, বিউটিশিয়ান নিপা বড়ুয়ার মমতাময়ী মাতা এবং বিশিষ্ট শিল্পপতি বাবু ডি.কে বড়ুয়ার প্রাণপ্রিয় সহধর্মিনী শ্রীমতী দেবিকা বড়ুয়া ১৫ই জুন ৮৩ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে চট্টগ্রামের রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ কন্যা সন্তান নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্নেহবৎসল, অমায়িক, সমাজহিতৈষী, দানশীল ও ধর্মপরায়ন এই মহিয়সী নারীর (মাসীমার) মহা প্রয়াণে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা  এবং মাসীমার পারলৌকিক শান্তি ও স্বর্গসুখ কামনা করেছেন কানাডা বাংলাদেশে বুড্ডিষ্ট এসোসিয়েশন, মন্ট্রিয়ল-এর পক্ষে জয়দত্ত বড়ুয়া।

দেবিকা বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক, শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা এবং ওনার পারলৌকিক শান্তি ও স্বর্গসুখ কামনা করে বিবৃতি দিয়েছেন কানাডা বাংলাদেশে বুড্ডিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কানাডা শাখা। বৃহত্তর চট্টগ্রাম সমিতি। দেশদিগন্ত মিডিয়ার সিবিএনএ পরিবার,  সনাতন ধর্ম মন্দির, বাংলাদেশ হিন্দু মন্দিরসহ বিভিন্ন সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

সংবাদটি শেয়ার করুন