দেশের সংবাদ

সিলেটে আতংক !! ২০ দিনে সিলেটে প্রবাস থেকে এসেছেন ৫৪৪ জন যাত্রী

সিলেটে আতংক !! ২০ দিনে সিলেটে প্রবাস থেকে এসেছেন ৫৪৪ জন যাত্রী

আবুল কাশেম রুমন, সিলেট: প্রবাস থেকে এসেছেন ২০ দিনে সিলেটে ৫৪৪ জন যাত্রী। করোনা আতংক বিরাজ করছে প্রবাস থেকে আসা নিজ পরিবার ও সিলেটের সচেতন মহলের মাঝে। এরা বেশির ভাগ লন্ডন থেকে এসেছে শীত মৌসুমে নাড়ীর টানে বেড়াতে। যেমন করে আনন্দে এসেছেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে তখন করোনা ঝুকির কারনে বিমাবন্দর থেকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে আপাদতত।

কোয়ারেন্টিন শেষে ফিরে যেতে পারবেন নিজ—নিজ গন্তব্যে। বিশ্ব যখন যুক্তরাজ্যে মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সেখানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় এ সতর্কতা নেয়া হয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে লন্ডনের আকাশপথে যোগাযোগ এখনও রয়েছে। ২৫ জানুয়ারি সোমবার লন্ডনের ফ্লাইট এসেছে সিলেটে। এতে সিলেটের ১৪৩ যাত্রী এসেছেন। এ নিয়ে ৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত গত ২০ দিনে সিলেটে আসা যুক্তরাজ্য প্রবাসীর সংখ্যা দাঁড়াল ৫৪৪ জনে।

সরকারি নিয়ম অনুযায়ী নিজ খরচে কোয়ারেন্টিন পালন শেষে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন প্রবাসী। আর বর্তমানে সরকার নির্ধারিত সিলেটের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনরত অবস্থায় রয়েছে আরও ১৪৩ জন যুক্তরাজ্য প্রবাসী।

২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি—২০২’তে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে নামা সিলেটের ১৫৭ প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হয় ২৪ জানুয়ারি। তবে সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বিলেত ফেরতদের কোয়ারেন্টিন পালন শেষে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দিয়ে নেগেটিভ সনদ নিয়ে বাড়ি ফিরিতে হয়।
এদিকে লন্ডন ফেরত ২৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তবে ১২৯ জন প্রবাসীর করোনা নেগেটিভ আসে। এর আগে আগে বিলেত ফেরতদের মধ্যে আরও এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
যারা করোনা আক্রান্ত এ যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেইটে, ৩ জন হোটেল লা রোজে এবং ১ জন হোটেল হলি সাইডে অবস্থান করছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ—কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।


সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

সংবাদটি শেয়ার করুন