করোনায় দুবাই বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ মোহাম্মদ নুরুল আলমের মৃত্যু
এম আবদুল মন্নান, আমিরাত থেকে।। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বাংলাদেশী কমিউনিটির পরিচিত প্রিয় মুখ, ইউএই বিএনপির সহ-সভাপতি ও দুবাই বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম টেরিবাজার এলাকার স্থায়ী বাসিন্দা মৃত তুফান আলীর পুত্র মোহাম্মদ নুরুল আলম (৫২) গতকাল বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে রাস আল খাইমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, এক মেয়ে, ১ ভাই ৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য যে, মোহাম্মদ নুরুল আলম করোনা আক্রান্ত হয়ে প্রায় ১ মাস আগে সারজা কুয়েতি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষায় করোনার রেজাল্ট নেগেটিভ আসে। তবে তার ফুসফুসে আগে থেকে নানাবিধ সমস্যা থাকায় তাকে অধিকতর চিকিৎসার জন্য রাস আল খাইমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে হার্ট এটাক করে তিনি মারা যান।
তিনি দীর্ঘ ২৫ বছর যাবত দুবাই বাংলাদেশী কমিউনিটির অন্যতম ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এস এস/সিএ