কানাডার সংবাদ

নিহত বিমান যাত্রীর ছেলের স্মৃতিচারণ: আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

নিহত বিমান যাত্রীর ছেলের স্মৃতিচারণ: আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা

ইরানে বিমান দুর্ঘটনায় নিহত ইরান বংশোদ্ভূত কানাডার নাগরিক মনসুর পউরজামের (৫৩) স্মৃতিচারণের অনুষ্ঠান ছিল অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে।

সদ্য প্রয়াত বাবা সম্পর্কে কিছু বলার জন্য ডাকা হয় পিতৃহারা ১৩ বছরের রায়ান পউরজামকে। খবর এনডিটিভির।

বাবার কথা বলতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল তার। আদ্র চোখ নিয়ে বাবার প্রশংসায় পঞ্চমুখ রায়ান।

অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে তখন পিনপতন নীরবতা। রায়ান বলছিল– আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা সবসময় জীবনকে ইতিবাচক হিসেবেই দেখতে শিখিয়েছেন।

স্মরণসভায় উপস্থিত ছিলেন ২০০ জনেরও বেশি মানুষ। তাদের সবার চোখই আদ্র হয়ে আসে রায়ানের কথায়।

রায়ানের মুখে বাবার কথা শুনতে শুনতে বিষণ্ণ বহু নেটিজেনও। টুইটে প্রচারিত হয়েছে বাবাকে নিয়ে তার বলা কথা।

স্মৃতিচারণ শেষে সবাইকে তার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান রায়ান। তার কথা শুনে টুইটারে মন্তব্য করেছেন বহু মানুষ।

অটোয়ার বাসিন্দা মনসুর কানাডার ডেন্টাল ক্লিনিকে কাজ করতেন। তিনি তেহরানে বড় হয়ে কার্লটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কানাডায় চলে এসেছিলেন।

সাম্প্রতিক তেহরানে বিমান দুর্ঘটনায় যে ১৭৬ জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে মনসুরও আছেন।

 

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =