ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৪৩ জন নিখোঁজ
ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা ৮৪ আরোহীকে উদ্ধার করা হয়েছে। তবে বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি যাচ্ছিলেন তারা।
তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশিরভাগ বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিকরা ছিলেন। এটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুওয়ারা থেকে যাত্রা করেছিল।
রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের ৩৫ হাজারের বেশি মানুষ ইতালি, গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছে। ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের ৬০ শতাংশের বেশি লিবিয়া থেকে যাত্রা করেন।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান