মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার
মাস দুয়েক আগে ফেসবুকের একটি ভুল ধরিয়ে দিয়ে মোটা অঙ্কের পুরস্কার পেয়েছিলেন ভারতের অদিতি সিং। এবার মাইক্রোসফটের ভুল ধরিয়ে দিয়ে পেলেন ২৫ লাখ টাকা।
জানা যায়, মাইক্রোসফট এর Azure cloud system এর বেশকিছু ভুল ধরিয়ে এবং তার সমাধান সূত্র কোম্পানিকে জানিয়ে এ পুরষ্কার পান তিনি।
অদিতি সিং হলেন একজন এথিকাল হ্যাকার। বিগত দুই বছর ধরে এটাকে তিনি পেশায় পরিণত করেছেন। তিনি প্রথম হ্যাক করেছিলেন তার প্রতিবেশীর ওয়াইফাই পাসওয়ার্ড। এরপর থেকেই একের পর এক হ্যাক করার বিষয়ে ক্রমশ দক্ষ হয়ে ওঠেন। সূত্র: ইন্ডিয়া টুডে, জি নিউজ
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান