দর্শক-শূন্য থাকবে টোকিও অলিম্পিকের গ্যালারি
জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের গ্যালারিতে এবার দর্শকদের না-ও দেখা যেতে পারে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গ্যালারিতে দর্শক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন আয়োজকরা। জাপানের অন্যতম প্রধান সংবাদমাধ্যম দ্য আশাহি সিম্ভুন-এর বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।
জাপানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমন বাড়ছে। এ প্রেক্ষাপটে টোকিওতে জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিচ্ছে দেশটি। প্রাথমিকভাবে এ ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হলেও সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে।
মহামারি করোনার কারণে অলিম্পিকের এবারের আসর ইতোমধ্যে এক বছর পিছিয়েছে। গ্যালারি দর্শকশূন্য হলে এটি হবে খেলাধুলার এ বিশ^ আসরের জন্য এক নতুন আঘাত।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, কয়েক সপ্তাহ যদি গ্যালারিতে কোনো দর্শক না থাকে, তবে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের করোনা সংক্রমনের ঝুঁকি কম থাকবে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান