মন্ট্রিলের পূর্ব প্রান্তে বন্দুকের গুলিতে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন
সিবিএনএ অনলাইন ডেস্ক || গতকাল ২ আগষ্ট মন্ট্রিলের পূর্ব প্রান্তে একটি আবাসিক ভবনের দিকে পরপর বন্দুকের গুলি ছুড়লে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। মন্ট্রিয়ল পুলিশ (SPVM) সোমবার সন্ধ্যা ৭ টায় ৫৪তম অ্যাভিনিউয়ের কাছে পেরাস বুলেভার্ডে (Perras Boulevard) এ গোলাগুলির বিষয়ে একাধিক জরুরী ডাকে সাড়া দেয়। এলাকাটি রিভিয়ার-ডে প্রাইরি-পয়েন্ট-অ-ট্রেম্বলে (Rivière-des-Prairies–Pointe-aux-Trembles Borough) ব্যুরোর অধীন। গোলাগুলিতে গুরুতর আহত অবস্হায় একজন সোমবার রাত সাড়ে ৯:৩০ টায় মারা যান। দ্বিতীয় আহত ব্যক্তিটি মধ্যরাতের ঠিক আগে মারা যায় এবং তৃতীয় ব্যক্তি মঙ্গলবার ভোরে মারা যায়।
আরডিপি ব্যুরোর মেয়র ক্যারোলিন বুর্জোয়া ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি এবং তার দল মন্ট্রিয়ল পুলিশের সাথে কাজ করছেন। তিনি জোর দিয়ে বলেন, “এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য সমস্ত প্রচেষ্টাই চলছে এবং এটি আমাদের অগ্রাধিকার।” এদিকে ক্যুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোয়া লেগু মঙ্গলবার সকালে টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “আমরা মন্ট্রিয়ল এবং কুইবেকের জনগণকে রক্ষা করব। “তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে গোলাগুলির বিষয়ে তদন্ত করছে ও পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে।
Source: CTV news and TV news
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান