বিশ্ব

ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য ৩৫ বছরে সর্বনিম্নে!

ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য

ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য ৩৫ বছরে সর্বনিম্নে!

বিগত ৩৫ বছরের মধ্যে বৃটিশ মুদ্রা পাউন্ডের দর মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে সবচেয়ে নিচে নেমে এসেছে। বৃটিশ সময় বুধবার দুপুরে এক পাউন্ডের বিপরীতে ডলারের দর ছিল ১.১৮৫২। অর্থাৎ, ১.১৯ ডলার দিয়ে এক পাউন্ড কেনা যাচ্ছে। এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের দর এই পর্যায়ে নেমে এসেছিল ১৯৮৫ সালে। সেসময় ডলারের দর বেড়ে গিয়েছিল, পাউন্ডের কমেনি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্কে অর্থনীতিগুলো যখন কেঁপে উঠছে। এর মাঝেই পাউন্ডের দর কমলো। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম দ্য সান।

খবরে বলা হয়, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি।

ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য ৩৫ বছরে সর্বনিম্নে!

মারা গেছেন  ৮ হাজারের বেশি। বৃটেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। মারা গেছেন ৭১ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ৫০ রাজ্যেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০০। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ভাইরাসটির কারণে বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়ছে উৎপাদন, ব্যবসা। চাপ বাড়ছে অর্থনীতিতে। প্রতিনিয়ত শেয়ার বাজারে ধস নামছে। এর মাঝে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রিও বেইলি পাউন্ডের পতনের কথা জানালেন। মুদ্রা নীতিমালা কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

 



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =