যদি ভালোবাসো / বিপ্লব ঘোষ
যদি ভালোবাসো,কাছে এসো
ছল করে যেয়ো না গো দূরে
ভালোবাসা দিয়ে চলে গেলে
ভালোবেসে ভোলো পিছু টান
দোঁহারে দেখিবো দোঁহে মিলে
যেখানে মন চায় হারিয়ে
ভুলিবো পৃথিবী কিছু দিলে ।
ভালোবেসে সব ছেড়ে এলে
আলো হয়ে থাকিব মেলে
আর যা ছিলো কিম্বা ডাকিবে
ভেবো সখী আঁধারে থাকিবে ।
——–
শেষের চরণ
পঁচিশ বছর হয়ে গেলো
শেষ চরণে এসে দাঁড়িয়ে,
পঞ্চাশ বছর চলে গেছে
কবিতা দু-হাজার ছাড়িয়ে ।
একটাও বই ছাড়া বলতে পারি না
তবু সেই অশেষ পোষাকের কবিতা
আজো কিছুতে ভুলতেই পারছি না তো
মনে হয় শোকের এক অপরিনীতা ।
অমুর্ত কখনও আর হবে না মূর্ত
শিল্পীও জানে এই কঠিন সত্য
তবু আরো পঁচিশ বছর
গুনবো অপেক্ষার প্রহর ।
——–
অনেক কথা বলেছি আমি
এবার না-হয় চুপ থাকি
সময় হয়েছে তাই শুনি
–ওরে আয় …সব হল ফাঁকি ।