ফিচার্ড সাহিত্য ও কবিতা

আব্দুস সাত্তার বিশ্বাস-এর কবিতাগুচ্ছ

আব্দুস সাত্তার বিশ্বাস-এর কবিতাগুচ্ছ


বসন্তের পাখি

বসন্ত কালে
প্রতিদিন ভোরবেলায় একটি পাখি
আমার উঠোনের আমড়া গাছটির ডালে
বসে গান গায়
একই ডালে একই সময়
আমি তার গানের ভাষা বুঝতে পারিনা ঠিকই
তবু ভালো লাগাটা আমার হৃদয়ে রয়ে যায়…

সেই কবে আমার একটি প্রেয়সী ছিল
কোকিলা নাম ছিল তার
কতদিন হল সে আর নেই
পোঁতা রয়েছে লাশ হয়ে মাটির তলায়…
তবে কি সে-ই রোজ আমাকে বসন্তের পাখি হয়ে ভোরবেলায়…
————–

দেখা হলে কথা বলিস

সেই কবে ক্লাস বেঞ্চে
আমি একবার লিখেছিলাম তোর নাম
নামটা এতদিনে মুছে গেছে
হৃদয়ে রয়ে গেছে তোর নাম…

সুতপা, আমি তোকে আজও ভালোবাসি

দেখা হলে কথা বলিস
—————

একটু একটু করে

নম্বরটি আমার অচেনা
নম্বরটি থেকে প্রতিদিন আমাকে
একটি মেয়ে ফোন করে
মেয়েটিও আমার অচেনা
কোনদিন আমি দেখিনি তাকে
দেখতে সে কালো না ফর্সা
লম্বা না বেঁটে
স্লিম না মোটা…
ফোন করে সে আমাকে কবিতা শোনায়
সুর করে
তার নিজের লেখা কবিতা
আমি তার প্রেমের কবিতা শুনতে শুনতে
কখন যে প্রেমিক হয়ে গেছি
বুঝতে পারছি এখন একটু একটু করে…
————–
একটি মেয়ের জন্য

একটি মেয়ের জন্য আমি
আজও করি অপেক্ষা
সে নেই তো বুকের ভেতর
সবসময় করে খাঁ খাঁ।
————-

 

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন