জাস্টিন ট্রুডো ও বিশ্ব নেতাদের বৈঠকের এই ছবিটি তুলে দিয়েছে তার ১১ বছরের মেয়ে এলা
অটোয়াতে এখন পরিবার থেকে আলাদা রয়েছেন সোফি। ট্রুডো – সোফির সংসারে তিন সন্তান, জাভিয়ের (১২), এলা (১১) ও হাড্রিয়েন (৬)। তাদের দেখাশুনার জন্য কোনো ন্যানি নেই, নানা-নানি বা দাদা-দাদি নেই, রাঁধুনি নেই, সবচেয়ে বড় কথা- সাহায্য করার কেউ নেই।
ট্রুডো এখন একাই সন্তানদের সামলাচ্ছেন, একইসাথে কানাডার নেতৃত্ব দিচ্ছেন সেঞ্চুরির সবেচেয়ে ভয়াবহ মহামারী প্রতিরোধে। ঘরে থেকেই মন্ত্রিসভার বৈঠক করছেন, রান্না ঘর থেকে দেশবাসীকে হাত ধোয়ার আহ্বান জানাচ্ছেন, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন, নিরাপদ দূরত্ব থেকে সাংবাদিকদের প্রশ্ন নিয়ে উত্তর দিচ্ছেন।
কানাডার প্রধানমন্ত্রীর যোগাযোগ পরিচালক ক্যামেরুন আহমাদ বলেন, তাতে এই পরিস্থিতিতে জি-৭ ভুক্ত দেশ চালাতে হচ্ছে। সন্তানদের সঙ্গে থেকেই তিনি এটা করছেন তিনি। সারা দিন ফোন কলে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে, নিজের বক্তৃতায় প্রিন্ট করতে হচ্ছে, তিনি সবকিছু করছেনও।