কানাডার সংবাদ

কানাডায় (সংসদ) অধিবেশন আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত বাতিল


কানাডায় (সংসদ) অধিবেশন আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত বাতিল ও মন্ত্রিসভায় রববদল

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েতের সাথে আলোচনা করে হাউস অফ কমন্সের (সংসদ) অধিবেশন আগামী ২৩ শে সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে বলে ঘোষনা করেছেন। সংসদ অধিবেশন বাতিলের কারণ বর্ণনা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন যে, “সেপ্টেম্বরের শেষের দিকে গভর্নর জেনারেলের Thorne Speech (সিংহাসন থেকে ভাষণটি)দিয়ে একটি নতুন আইনসভার অধিবেশনের সূচনা করবে যেখানে কানাডায় কোভিড -১৯ মোকাবেলার জন্য পরবর্তী পর্যায়ে নতুন করে ফোকাস থাকবে। সরকারের উচ্চাভিলাষী আদর্শ ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই সংসদ থেকেই একটি ম্যান্ডেট দরকার এবং এটি নিয়ে বিতর্ক করার সুযোগ আমাদের পক্ষে হওয়া জরুরি, তাই সরকার গভর্নর জেনারেল জুলি পায়েতকে সংসদ অধিবেশন স্থগিতের জন্য বলেছেন ।” এদিকে গতকল্য কানাডার অর্থমন্ত্রী বিল মরনিউ পদত্যাগ করেছেন, এবং পুনরায় নির্বাচনে অংশ গ্রহন করবেননা বলে তিনি জানিয়েছেন । ১৮ আগষ্ট মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর  মন্ত্রিসভায় রববদল করেছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সবচেয়ে আস্থাভাজন দুই মন্ত্রীকে যথা ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ডমিনিক লেব্ল্যাঙ্ককে  মন্ত্রীসভায় মিনি শ্যাফলে নতুন দায়িত্ব দিয়েছেন। কানাডার নূতন অর্থমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং ডমিনিক লেব্ল্যাঙ্ককে মন্ত্রীসভায় আন্তঃসরকার সংক্রান্ত বিষয় এবং কানাডায় রানির প্রিভি কাউন্সিলের সভাপতি করা হয়েছে । হাউস অফ কমন্সের (সংসদ) অধিবেশন স্থগিতের করার ঘোষনাতে কানাডায় সব বিরোধী দল যথা কনজারভেটিভ পার্টি, এনডিপি ও ব্লক ক্যুইবেকোয়া সরকারের কঠোর সমালোচনা করেন । এক বিবৃতিতে কনজারভেটিভ লিডার অ্যান্ড্রু শিয়ার বলেন, ” কানাডিয়ানদের জন্য একটি বড় স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের মাঝে জাস্টিন ট্রুডো  নিজের দুর্নীতির কথা ভুলে যাওয়ার জন্য এমন প্রচেষ্টা করেছেন ।

“ সূএ : সিবিসি ও সিটিবি নিউজ১৮ আগষ্ট ২০২০

 



সংবাদটি শেয়ার করুন