রোমানিয়া থেকে দেশের পথে ২৮ বাংলাদেশি নাবিক
আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তারা বুধবার দেশে ফিরবেন।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী রাত ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ জনের বোর্ডিং ও ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। ২৮ বাংলাদেশি নাবিক গত ৬ মার্চ ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় পৌঁছান। এই ২৮ নাবিক বাংলার সমৃদ্ধিতে কর্মরত ছিলেন।
ইউক্রেনের অলভিয়া বন্দরে বোমা হামলায় জাহাজটি অচল হয়ে যায়। একই সঙ্গে মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। নিহত নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আরো কয়েক দিন সময় লাগবে।
বিএসসির মহাব্যবস্থাপক (চার্টারিং) ক্যাপ্টেন মুজিবুর রহমান বলেন, ‘একটি বিশেষ বিমানে সব নাবিক একসঙ্গে বুধবার সকালে দেশে পৌঁছবেন বলে আশা করছি। সেভাবে প্রক্রিয়া এগিয়েছে। এখন নিরাপদে তাঁরা দেশে ফিরলেই স্বস্তি ফিরবে।’
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান