বিশ্ব

ভয়ঙ্কর পরিস্থিতিতে ইতালি – এক দিনে মৃত্যু ১০০০

ভয়ঙ্কর পরিস্থিতিতে ইতালি

 

ভয়ঙ্কর পরিস্থিতিতে ইতালি! করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে ইতালিতে। ইতিমধ্যে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৯ হাজারের বেশি। নতুন করে মৃত্যু হয়েছে ১০০০ জনের। যা কিনা গত ২৪ ঘন্টায় সর্বাধিক।

ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ইতালি । সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হতে পারে সব পরিষেবা।

চীনের পরই ইতালিতে মারাত্মক আকার ধারণ করতে শুরু করে এই ভাইরাস। অবস্থা এমন জায়গায় পৌঁছায়, এক সময় চীনকেও ছাপিয়ে যায় ইতালি। ইতিমধ্যে করোনা ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে সে দেশের প্রশাসন। সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সারা বিশ্বে এর আগে করোনায় এতো বেশি লোকের মৃত্যু হয়নি। বলা যেতে পারে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে সে দেশের প্রতিরোধ।

অন্যদিকে আক্রান্তের সংখ্যায় এবার চীন, ইতালিকে ছাড়িয়েছে আমেরিকা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত আমেরিকায়। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮২,৪০৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও বেশি।

পাশাপাশি সে দেশে মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। মার্কিন মুল্লুকে শুধু একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০০ জনের। এর ফলে আমেরিকার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২১-এ। শুধু তাই নয়, গত বৃহস্পতিবারে ঘন্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

সংখ্যাটা এখানেই থেমে থাকবে না বলে আশঙ্কা। কারণ ইতিমধ্যে সে দেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ঘটে গিয়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে চলেছে। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াসহ ১৮টি রাজ্যে ঘরে থাকার নির্দেশ জারি করেছে সরকার।

 

সি/এসএস



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =