তুষার আচার্য্য-এর কবিতা
এক. চোখের জল
ধারাবাহিকতায় বিশ্বাসী মন
সামান্য চিন্তন সুনামী আনে
প্রিয়তমার ভালোবাসার দেওয়ালে।
অদৃশ্য আঁচড় কাটে অলিন্দ জুড়ে
নীলচে রক্ত প্রবাহিত হয়
অপ্রেম ভেসে যায় ধুসর রামধনুতে।
একই কথা রোজ শুনে শুনে
কাক কোকিল মুখস্ত ছড়া বলে।
লেখা আছে অজস্র পোষ্টার
অলিগলি কানাগলি জুড়ে।
মাড়িয়ে যায় দ্রাঘিমার নিউরন
রাত জেগে থাকে ক্লান্ত সকালে
শপথ হয়ে যায় শ্লোগান।
যে গতিতে রাজধানী ছোটে
অহংকারী মন তখন ট্রাম চালায়।
অভিমানে বসে থাকে গঙ্গার পাড়ে
ভেসে যায় পিঁপড়েদের জীবন্ত লাশ।
জাহাজে ফুটবল খেলায় মত্ত সাবলীল কিশোর
সমুদ্রের ঢেউ কখনো গোনে না।
জটিলতার উপর সরলতার সেতু
শ্রীরাম কখনো বাঁধে না।
যতই তাড়াহুড়ো থাকুক।
কল্যাণী, নদিয়া, ভারত
এসএস/সিএ
সর্বশেষ সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান