সতী দেহ ত্যাগ করলে দেবাদীদেব কি ভাবে আর
ধ্যানস্থ থাকতে পারে!
কি ভাবে শান্ত থাকতে পারে জটাজুট,
নন্দী-ভৃঙ্গি, ভূত-প্রেত …
কি ভাবে মিটে যেতে পারে দক্ষ-যোগ্য!
রাজা দক্ষ ভাবেনি এ ভাবে এসে হাজির হবে সতী,
এ ভাবেই করতে পারে দেহ ত্যাগ,
নতুন আরেক অধ্যায়ের সূচনা …
কাহীনটি মোটামুটি কম-বেশি সকলেরই জানা;
অথচ , অনেকেই জানে না সতী বার বার ফিরে ফিরে আসে এ মাটিতে;
এ মাটিতে শুরু হয় দক্ষযোগ্য;
যার শুরু আছে , শেষ নেই ….
দেবাদীদেব সতীর দেহ কাঁধে তুলে নিলে
শুরু হবে প্রলয় নৃত্য;
শুরু হবে ধ্বংসের লীলা খেলা;
সে খেলা বন্ধ করবে কে!
হঠাৎ ধ্যান ভেঙে যায়;
সতী যে দেহ ত্যাগ করেছে;
খবরটি পৌঁছে গেছে দিকে দিকে, দিগন্তে,
বাতাসের কানে কানে;
পৌঁছে যায় …
ভোলানাথ তখন রুদ্র মুদ্রায়, নটরাজ, রাজার রাজা;
নাচে তা-থৈ-তা-থৈ …
জন্ম নেয় মহাকাল, কালভৈরব;
জ্বলে ওঠে আগুন;
ভেঙে পড়ে একের পর এক সভ্যতা, জনপথ …
জীবন তখন অসহায়;
অসহায় এ ভূমি, রাজা দক্ষ …
দক্ষের তখন মুণ্ড কেটে ছাগ মুণ্ড;
যোগ্য কুণ্ড থেকে থেকে বেরিয়ে আসে
কালো কালো ধোঁয়া, প্রেতাত্মা সকল …
একের পর এক দখল হয়ে যায় আলো;
কেবল জেগে থাকে কান্নার শব্দ;
দেবাদীদেব পা দুটি থেকে উঠে আসে কেবল
প্রলয় নৃত্য, তা-থৈ-তা-থৈ …
জেগে উঠবে একান্ন সতী পীঠ, গোটা এক ভারতবর্ষ।