ফিচার্ড সাহিত্য ও কবিতা

সুমিত মোদক -এর দু’টি কবিতা

সুমিত মোদক -এর দু’টি কবিতা


অসহায়

বর্ষা নেমে গেলে বুকের ভিতর ঝমঝম বৃষ্টি শুরু হয়;

বৃষ্টি শুরু হয় শরীর জুড়ে;
তখন আর আমার মধ্যে আমি থাকতে পারি না;
বেরিয়ে পড়ি  ঘর ছেড়ে , উঠান ছেড়ে, 
এমন কি তোমাকেও ছেড়ে …
 
আজ সন্ধ্যা থেকে মনটা খুবই খারাপ;
আসবে বলেও এলো না কবি কালীদাস,
তার মেঘদূত নিয়ে;
 
সে কারণে ছবিতে মন দিয়েছি;
আঁকতে চাইছি নিজের একটা ছবি;
কিন্তু হটাৎ করে রঙ গুলো ছড়িয়ে পড়লো 
গ্রাম থেকে শহরে, শহর থেকে 
প্রাচীন এক সভ্যতায়;
ছড়িয়ে যাওয়া  সে রঙ গুলো দিয়ে একটা ছবি
আঁকার চেষ্টা করছি;
মোটামুটি একটি ছবি দাঁড়িয়েছে;
বিমূর্ত এক ছবি;
ঠিক যেনো আমারই ভিতরের আমিত্বের প্রতিনিধি;
 
কেনো জানি না আজকাল বৃষ্টি নামলেই মনে পড়ে যায় বনজ্যোৎস্নার কথা,
তোমার কথা …
তখনই মনে হয় আকাশের তারা গুলো ঝুরঝুর করে ঝরে পড়ছে,
আমারই মেরুদণ্ড বেয়ে;
আবার তখনই মনে হয় মেরুদণ্ডটি সত্যি আছে তো শরীরে মধ্যে! চেতনার মধ্য!
 
আষাঢ়ের গল্প তো সবে শুরু হয়েছে;
শেষ বললে তো আর শেষ হয় না;
কিছুটা সময় নিতে হয়, ধৈর্য ধরতে হয়,
সর্বোপরি মৌন অবলম্বনের মধ্য দিয়ে টিকিয়ে রাখতে হয় প্রাণশক্তি;
 
বর্ষার রাত ঝমঝম ঝমঝম বৃষ্টির সুর দিয়েছে;
দিয়েছে কান্নার শব্দ …
এ সবের মধ্যে থেকে কি ভাবে আর প্রেমের স্বরলিপি সাজাই!
 
 
জল থৈ থৈ জীবনে এসে জলজ হতে চাওয়া;
এ যেনো আরেক জলছবি,
বিমূর্ত হাজার হাজার অসহায় করুণ মুখ।
—————————————————————————–

প্রলয় নৃত্য

 

সতী দেহ ত্যাগ করলে দেবাদীদেব কি ভাবে আর

ধ্যানস্থ থাকতে পারে!
কি ভাবে শান্ত থাকতে পারে জটাজুট,
নন্দী-ভৃঙ্গি, ভূত-প্রেত … 
কি ভাবে মিটে যেতে পারে দক্ষ-যোগ্য!
রাজা দক্ষ ভাবেনি এ ভাবে এসে হাজির হবে সতী,
এ ভাবেই করতে পারে দেহ ত্যাগ,
নতুন আরেক অধ্যায়ের সূচনা …
কাহীনটি মোটামুটি কম-বেশি সকলেরই জানা;
অথচ , অনেকেই জানে না সতী বার বার ফিরে ফিরে আসে এ মাটিতে;
এ মাটিতে শুরু হয় দক্ষযোগ্য;
যার শুরু আছে , শেষ নেই ….
দেবাদীদেব সতীর দেহ কাঁধে তুলে নিলে
শুরু হবে প্রলয় নৃত্য;
শুরু হবে ধ্বংসের  লীলা খেলা;
সে খেলা বন্ধ করবে কে!
হঠাৎ ধ্যান ভেঙে যায়;
সতী যে দেহ ত্যাগ করেছে;
খবরটি পৌঁছে গেছে দিকে দিকে, দিগন্তে,
বাতাসের কানে কানে;
পৌঁছে যায় …
ভোলানাথ তখন রুদ্র মুদ্রায়, নটরাজ, রাজার রাজা;
নাচে তা-থৈ-তা-থৈ …
জন্ম নেয় মহাকাল, কালভৈরব;
জ্বলে ওঠে আগুন;
ভেঙে পড়ে একের পর এক সভ্যতা, জনপথ …
জীবন তখন অসহায়;
অসহায় এ ভূমি, রাজা দক্ষ …
দক্ষের তখন মুণ্ড কেটে ছাগ মুণ্ড;
যোগ্য কুণ্ড থেকে থেকে বেরিয়ে আসে 
কালো কালো ধোঁয়া, প্রেতাত্মা সকল …
একের পর এক দখল হয়ে যায়  আলো;
কেবল জেগে থাকে কান্নার শব্দ;
দেবাদীদেব পা দুটি থেকে উঠে আসে কেবল
প্রলয় নৃত্য, তা-থৈ-তা-থৈ …
জেগে উঠবে একান্ন সতী পীঠ, গোটা এক ভারতবর্ষ।


সংবাদটি শেয়ার করুন