ফিচার্ড সাহিত্য ও কবিতা

বৃষ্টি / বিপ্লব ঘোষ

বৃষ্টি / বিপ্লব ঘোষ


হঠাৎ নামল বৃষ্টি গোধূলি বাগানে 

দৌড়ে গিয়ে দুইদিকে চাই 
এমনও দিনে যদি পাই ! 
 
            বৃষ্টি একাই পড়ছে ঝরে 
            তোমার দেখা কোথাও নাই ।
 
বৃষ্টি এলো তবু 
বৃষ্টি তো এলো না ! 
 
                    সারা শরীর ভিজেই শুধু 
                     মন ভিজলো  না ।
 
———-
 
আমি যত দেখি 
 
আমি পাহাড় দেখি 
আমি নদী দেখি 
আকাশের গায়ে 
আঁধারের বন দেখি 
কিছুই কি দেখি ! 
শুধু তোদের দেখি ।
পাহাড় দেখতে গিয়ে 
সানি তুই এখনো 
বসে থাকিস কীসের আশায় !
সমুদ্রে সাঁতরে ওপারে 
যাবি বলে ঘুরে 
আজো হাত তুলে 
আমায় ডাকিস কোন ভুলে !
মা-মণি কেমটি  ফলসের কাছে
আর কতদিন এভাবে 
থাকবি দাঁড়িয়ে ! 
হলং এর জঙ্গলে 
কাঁধে ব্যাগ ঝুলিয়ে 
মেয়ে আমার যাচ্ছে হেঁটে 
 
আমি যত দেখি 
কিছুই আর দেখি না 
শুধু তোদের মুখ 
চোখ ভেসে উঠে 
আমি দুক্ষ ভুলতে  চেয়ে 
বেঁচে থাকতে 
এমন কাঙাল
কবিতা লিখি 
 
——-
 
বর
 
যদি কখনো এমন হয় 
কেউ কাছে এসে
আমাকে দুটিই বর দেবে 
তবে আমি বলি 
আমি যেন একা থাকি ভিড়ে 
আমি শুধুই বন্ধনহীন 
একলা পথের চির পথিকের মতো ।
 
দ্বিতীয় বর যখন পাবো 
তবে আমি বলি 
আমি যেন প্রেমে প্রেমে থাকি 
ভালবাসাহীন এ-জীবন 
কখনো না হয় ।
 
নারী ছাড়া কোনোদিন
কাটে না যেন  কোনই রাত ।
 
একা আর নারী 
চাই এই দুটি বর,যদি দিতে চাও !
 
ওগো বরদাতা 
ভাবছ কেমন যেন এলোমেলো কথা ! 
একা আবার নারীও সাথে ! 
তবে বলি শোনো 
পথে যেতে যেতে 
কিছু পথ গিয়ে যদি কারো 
মনে হয় চলে যাবে ছেড়ে 
যাক, আমিও তো তাই বলছি তোমায় ।
সংবাদটি শেয়ার করুন