বহু বছর ধরেই ভাবছি, পালাবো
পালাবো এই শহর ছেড়ে, খুলে নেবো বন্ধন; এড়িয়ে যাবো সব আহ্বান I
বহুকাল হলো ভেবে চলেছি –এবার পালাবোই
পেরিয়ে যাবো এই অন্ধকার গুহার মতো রেললাইন – যেখানে পরাজিত মানুষ
সারি সারি সৈনিকের মতো নিম্নমুখে বসে রয়;
মুখে যাদের অচেনা হাসি; চোখ শীতল হিম
যারা শুধু অপেক্ষা করে একটা রৌদ্রোজ্জ্বল শুকনো দিন,
অপেক্ষা করে খরস্রোতা নদী শান্ত হবে ,
তুষার গলে সবুজ ঘাস, উষ্ণ হবে ঝর্ণার জল
তাই অনেকদিন ধরেই ঠিক করেছি –পালাবো !
এই শহরে সংঘাত দানা বাঁধে প্রতিক্ষণ
মানবতা পিছিয়ে যায়, এগিয়ে যায় লোভ,
এই শহরে শিশুরা গাছকে ভালোবাসতে শেখে না
গাছ তাদের কাছে শুধুই সবুজ দন্ডায়মান এক প্রাকৃতিক বিষয়,
এই শহরে নারীদের নিয়ে হয় রম্য কথা ,
তৈরী হয় এক বিনোদনমূলক কাব্যগাঁথা
চলে বিতর্ক; বিতর্ক হয় ধর্ম নিয়ে
নিজেকে ভালোবাসা গণ্য হয় অপরাধ
তাই ঠিক করেছি এবার পালাবোই, এ শহর ছেড়ে, সব ছেড়ে !