খেলা ফিচার্ড

ফুটবল বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে আজ, বিশ্বকাপে কোন টিমের খরচ কত?

বিশ্বকাপে-কোন-টিমের-খরচ-কত

বিশ্বকাপে কোন টিমের খরচ কত?

আজ শুরু বিশ্বকাপের বিশ্বযুদ্ধ । সারাবিশ্বের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে কাতারের দিকে। অংশগ্রহণকারী সব দল এরই মধ্যে পৌঁছে গেছে কাতারে। বিলিয়ন বিলিয়ন ডলারের এই ‘মহাযুদ্ধে’ আছেন কোটি টাকা মূল্যের খেলোয়াড়। এর মধ্যে এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি খরুচে দল হলো ইংল্যান্ড।

এই টিমের পিছনে খরচ হচ্ছে ১৩০ কোটি পাউন্ড। এরপরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, ফ্রান্স এবং স্পেন। আর সবেচেয়ে বেশি মূল্যের তারকা জুড বেলিংহ্যাম। তার মূল্য ১৭ কোটি ৭০ লাখ পাউন্ড। তিনি বোরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়।গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।

এবার বিশ্বকাপে শীর্ষ ১৬টি দেশের মধ্যে বিস্ময়করভাবে ১১টি টিমই ইউরোপের। অন্যদিকে সবচেয়ে কম খরচের টিম পাঠিয়েছে কোস্টারিকা। এই টিমে আছেন সবচেয়ে কম মূল্যের তারকা কেইলর নাভাস। একদম তলানির দিক থেকে উপরের দিকে দ্বিতীয় খরুচে টিম দিচ্ছে কাতার। তাদের টিমের খরচ ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার পাউন্ড। সব টিমের সম্মিলিত খরচ ১৩১৩ কোটি পাউন্ড। তার মধ্যে শুধু এশিয়ান দেশগুলোর খরচ ৪৩ কোটি ৩৬ লাখ পাউন্ড। এসব হিসাব সিআইইএস ফুটবল অবজার্ভেটরির।

তাদের গবেষণা বলছে, কাতারে ইংল্যান্ডের ২৬ সদস্যের টিমের খরচ ১৩০ কোটি ৫০ লাখ পাউন্ড। কোচ সাউথগেট স্কোয়াডের যে খরচ তা ব্রাজিল, ফ্রান্স, স্পেন এবং পর্তুগালের মোট খরচের চেয়ে ১০০ কোটি পাউন্ড বেশি। জার্মানি স্কোয়াডের খরচ ৮৯ কোটি ২৯ লাখ পাউন্ড। বিশ্বকাপে প্রাধান্য বিস্তার করছে ইউরোপ। খরচের দিক থেকে শীর্ষ ১৬টি দেশের মধ্যে ১১টিই ইউরোপের। অন্যদিকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে খরুচে টিম হলো আর্জেন্টিনা। উত্তর আমেরিকার টিমের খরচ ৩১ কোটি ৯৬ লাখ পাউন্ড। আফ্রিকায় ২৭ কোটি ৫৮ লাখ পান্ডের খরচ নিয়ে সেনেগাল আছে শীর্ষে।

এর ঠিক উল্টোপাশে অবস্থান কোস্টারিকার। তাদের খরচ সবচেয়ে কম। এই অংক ২ কোটি ১ লাখ ৬০ হাজার পাউন্ড। মোট খরচের অর্ধেক দিচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কেইলর নাভাস। নিচের দিক থেকে দ্বিতীয় টিম কাতার। তাদের খরচ ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার পাউন্ড।

বিশ্বকাপে কোন দল কেমন খেলবে তা তাদের খরচের ওপর নির্ভরশীল নয়। ফেয়ারপ্লে এবং দক্ষতার ওপর নির্ভর করবে ফল।

সবচেয়ে খরচের টিমের মধ্যে:
১. ইংল্যান্ডের মোট খরচ ১৩০ কোটি ৫০ লাখ পাউন্ড। এর মধ্যে জুড বেলিংহ্যামের পিছনেই খরচ ১৭ কোটি ৬৯ লাখ পাউন্ড।

২. ব্রাজিলের মোট খরচ ১২৭ কোটি ৫০ লাখ পাউন্ড। ভিনিসিয়াস জুনিয়রের পিছনেই খরচ ১৭ কোটি ৬১ লাখ পাউন্ড।

৩. ফ্রান্সের খরচ ১১৭ কোটি ১০ লাখ পাউন্ড। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পের পিছনে খরচ ১৬ কোটি ১৯ লাখ পাউন্ড।

৪. স্পেনের মোট খরচ ১০৭ কোটি ২০ লাখ পাউন্ড। এর মধ্যে পেদ্রির পিছনে খরচ ১৩ কোটি ৮৩ লাখ পাউন্ড।

৫. পর্তুগালের মোট খরচ ১০১ কোটি ১০ লাখ পাউন্ড। এর মধ্যে রুবেন ডিয়াসের পিছনে খরচ ১০ কোটি ৩৩ লাখ পাউন্ড।

৬. জার্মানির মোট খরচ ৮৯ কোটি ২৯ লাখ পাউন্ড। এর মধ্যে জামাল মুসিয়ালার পিছনে খরচ ১৩ কোটি ২২ লাখ পাউন্ড।

৭. হল্যান্ডের মোট খরচ ৬৬ কোটি ১৭ লাখ পাউন্ড। এর মধ্যে ফ্রেনকি ডে জংয়ের পিছনে খরচ ৯ কোটি ৬২ লাখ ৮০ হাজার পাউন্ড।

৮. আর্জেন্টিনার মোট খরচ ৬৫ কোটি ৪৯ লাখ পাউন্ড। এর মধ্যে লুতারো মার্টিনেজের পিছনে খরচ ৮ কোটি ৬৬ লাখ ৮০ হাজার পাউন্ড।

৯. উরুগুয়ের মোট খরচ ৫২ কোটি ৬৬ লাখ পাউন্ড। এর মধ্যে শুধু ফেডেরিকো ভালভারডির খরচ ১০ কোটি ৭৬ লাখ পাউন্ড।

১০. বেলজিয়ামের মোট খরচ ৪৯ কোটি ১৯ লাখ পাউন্ড। থিবাউট কোর্টিয়সের পিছনে এই খরচ ৫ কোটি ৭৭ লাখ ৬০ হাজার পাউন্ড।

১১. ক্রোয়েশিয়ার পিছনে মোট খরচ ৪১ কোটি ৮৬ লাখ পাউন্ড। সবচেয়ে বেশি খরচ জোসকো গভারডিওল । তিনি পান ৯ কোটি ৬৩ লাখ ৩০ হাজার পাউন্ড।

১২. সার্বিয়ার মোট খরচ ৩৫ কোটি ৩৮ লাখ পাউন্ড। সবচেয়ে বেশি খরচ দুসান বøাহোভিকের পিছনে। এই সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৪০ হাজার পাউন্ড।

১৩. ডেনমার্কের খরচ ৩৫ কোটি ২৬ লাখ পাউন্ড।

১৪. সুইজারল্যান্ডের মোট খরচ ৩২ লাখ ৪ হাজার পাউন্ড।

১৫. যুক্তরাষ্ট্রের মোট খরচ ৩১ কোটি ৯৬ লাখ পাউন্ড।

১৬. সেনেগালের মোট খরচ ২৭ কোটি ৫৮ লাখ পাউন্ড।

১৭. মরক্কোর মোট খরচ ২৭ কোটি ৫৮ লাখ পাউন্ড।

১৮. পোল্যান্ডের মোট খরচ ২৭ কোটি ৪০ লাখ ৩০ হাজার পাউন্ড।

১৯. ঘানার মোট খরচ ১৮ কোটি ১৩ লাখ পাউন্ড।

২০. জাপানের মোট খরচ ১৭ কোটি ৯৫ লাখ পাউন্ড।

২১. মেক্সিকোর মোট খরচ ১৭ কোটি ৭ লাখ পাউন্ড।

২২. কানাডার মোট খরচ ১৬ কোটি ৯০ লাখ পাউন্ড।

২৩. ওয়েলসের মোট খরচ ১৫ কোটি ৮৫ লাখ পাউন্ড।

২৪. ক্যামেরনের মোট খরচ ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড।

২৫. ইকুয়েডরের মোট খরচ ১৪ কোটি ২৭ লাখ পাউন্ড।

২৬. কোরিয়া প্রজাতন্ত্রের মোট খরচ ১৩ কোটি ৯৩ লাখ পাউন্ড।

২৭. তিউনিশিয়ার মোট খরচ ৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার পাউন্ড।

২৮. ইরানের মোট খরচ ৪ কোটি ৬৪ লাখ ৬০ হাজার পাউন্ড।

২৯. সৌদি আরবের মোট খরচ ৪ কোটি ২৯ লাখ ৬০ হাজার পাউন্ড।

৩০. অস্ট্রেলিয়ার মোট খরচ ৩ কোটি ৮৩ লাখ ১০ হাজার পাউন্ড।

৩১. কাতারের মোট খরচ ২ কোটি ৫৪ লাখ ২০ হাজার পাউন্ড।

৩২. কোস্টারিকার মোট খরচ ২ কোটি এক লাখ ৬০ হাজার পাউন্ড।

সূত্র : মানবজমিন

সংবাদটি শেয়ার করুন