৯৫তম অস্কার সেরা ছবি
‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এবং আরও জিতলেন যারা
৯৫তম অস্কারে একাধিক পুরস্কার জিতেছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্র। এতে অভিনয়ের জন্য এবার প্রথম এশীয় হিসেবে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েয়োহ। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও মৌলিক চিত্রনাট্যসহ মোট সাতটি পুরস্কার জিতে শীর্ষে রয়েছে। সেরা তথ্যচিত্র শর্ট ক্যাটাগরিতে পুরস্কার ভারতের দ্য এলিফ্যান্ট হুইসপার্স এবং সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় চলচ্চিত্র আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি।
রবিবার লস অ্যাঞ্জেলসে হলিউডের তারকারা ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন।
এবাররে অস্কারজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা:
সেরা চলচ্চিত্র: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইয়েয়োহ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুই কুয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জ্যামি লি কার্টিস(এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক: ড্যানিয়েল কুয়ান ও ড্যানিয়েল স্নেইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
সেরা মৌলিক গান: নাটু নাটু, কালা ভৈরব ও রাহুল সিপলিগুঞ্জ (আরআরআর)
সেরা মৌলিক আবহ সংগীত: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা মেকআপ ও হেয়ারস্টাইল: দ্য হোয়েল
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং
সেরা সাউন্ড: টপ গান: ম্যাভেরিক
সেরা চলচ্চিত্র সম্পাদনা: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে ওব ওয়াটার
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
সেরা অ্যানিমেটেড ফিচার: গুইলারমো ডেল টরো’স পিনোশিও: গুইলারমো ডেল টরো, মার্ক গুস্তাফসন, গ্যারি উঙ্গার ও অ্যালেক্স বাল্কলে
সেরা তথ্যচিত্র ফিচার: নাভালনি
সেরা লাইভ অ্যাকশন শর্ট: অ্যান আইরিশ গুডবাই
সেরা তথ্যচিত্র শর্ট: দ্য এলিফ্যান্ট হুইসপার্স
সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
সূত্র: বিবিসি
অস্কার মঞ্চে দীপিকা, আনন্দে আত্মহারা কঙ্গনা!
কঙ্গনা রনৌত, যিনি কিনা সমস্ত তারকাদের নিয়েই নানান ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন। এবার তার সবচেয়ে বড় শত্রু দীপিকাকে নিয়ে প্রশংসার ফুল ঝরিয়েছেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সোমবার (১৩ মার্চ) সকালে অস্কার মঞ্চে দীপিকাকে দেখে, আনন্দে আত্মহারা হলেন কঙ্গনা।
দীপিকার প্রশংসা করছেন কঙ্গনা! খবর আগেই এসেছিল যে এবার অস্কারের মঞ্চে পুরস্কার দিতে দেখা যাবে দীপিকাকে। তাই তো, সোমবার সকাল অর্থাৎ মার্কিন মুলুকে বিকেল বিকেল পরনে অফ শোল্ডার গাউন, হালকা মেকআপ, সঙ্গে স্লিক নেকলেস – অনবদ্য মোহময়ী রূপে হাজির হলেন দীপিকা। তাকে দেখে চোখ ফেরানো দায়। ‘নাটু নাটু’ গানকে সকলের সামনে তুলে ধরলেন তিনি।
তার এই ভিডিও শেয়ার করেই কঙ্গনা লিখলেন, ‘কী সুন্দর লাগছে দীপিকাকে। নিজের দেশকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। এত সুন্দর এবং গর্বের সঙ্গে তিনি কথা বলছেন, আমাদের দেখেও ভাল লাগছে। ভারতের নারীদের উনি অস্কারের মঞ্চে এক অনন্য জায়গায় নিয়ে গেলেন। দীপিকার হাসি নজর কেড়েছে সকলের। ভারতীয়দের ক্ষেত্রে নেহাতই গর্বের বিষয়।’
কথা বলতে বলতে বারবার থেমেও যাচ্ছিলেন দীপিকা। চারিদিকে সকলের উৎসাহ কম নয়। চিয়ার্স করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অনেকে। এদিকে, অস্কার এসে গিয়েছে ‘আরআরআর’-এর ঝুলিতে। তারপর থেকেই, যেন উৎসবে মাতলো ভারত।
How beautiful @deepikapadukone looks, not easy to stand there holding entire nation together, carrying its image, reputation on those delicate shoulders and speaking so graciously and confidently. Deepika stands tall as a testimony to the fact that Indian women are the best ❤️
-বাংলা ট্রিবিউন