( যে কবিতা দ্বিতীয় সম্পাদকের পছন্দ হয়নি সেটা দিলাম তৃতীয় সম্পাদককে)
( একদিন পরেই)
তৃ স– এবার দারুণ হয়েছে। নমস্কার। ভাল থাকবেন ।
চতুর্থ সম্পাদক– বুঝতেই পারছেন কেন ফোন করেছি । এবার এক গুচ্ছ কবিতা দেবেন।
আমি– বেশ, দু-তিনদিন পরে দিচ্ছি।
( পাঁচদিন পর)
চ স — একটা গন্ডগোল হয়ে গেছে। মনে কিছু করবেন না। মেইলে খুঁজে পাচ্ছি না আপনার লেখা। যদি….
আমি — আমার কাছে তো নেই। নদীর পাড়ে বসে লিখে পাঠিয়েছি। মনে হয় নদীতেই ভেসে গেছে।
( যারা পত্রিকা চালান তারা আমার সবাই নমস্য। কারুকে আঘাত দেবার জন্য এই লেখা নয় । শুধু বলার ,কবিতা যেদিন কবি বুঝে যাবেন সেদিন তিনি আর কবিতা লিখবেন না।তবু তিনি লেখেন ” অমরত্ব” লাভের ইচ্ছায়। কাব্য সৃষ্টির অনুপ্রেরণায় । আর কবিতা কি হলো অর নাই হলো সেই হিসেব মহাকাল বলবে)
১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে লাখখানেক রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্র ও শনিবার (২৪ ও ২৫ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ২৬তম কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন প্রস্তাব দেন বলে সোমবার (২৭ জুন) লন্ডনের […]
চিঠি / বিপ্লব ঘোষ এখন এই চিঠির কোন মানে নেই। আবার তুই চলে না গেলে এই চিঠি তির তির করে বয়ে যাওয়া কোন নদীর মত আমায় জাগিয়ে রাখে আর বলে যায়– এখন তো চিঠি লেখার সময়। তোর কাছ থেকে প্রথম চিঠি পাই কালিম্পং থেকে নীল রঙের খামে। আমিও উত্তর দিতে দেরি করিনি কোনদিন। তখন মাতৃহারা […]