“নির্লজ্জ নরেন্দ্র মোদির সাথে সেলফি!” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মার্কিন কংগ্রেসের একজন সদস্যের একটি টুইট তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বইছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন মোদি। সেখানে মোদির সাথে নিজের একটি সেলফি টুইটারে পোস্ট করেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান টিম বার্চেট। ঘটনা সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, ছবির ক্যাপশন ঘিরেই যতো বিপত্তি৷ টিম লিখেছেন, “নির্লজ্জ নরেন্দ্র মোদির সাথে সেলফি। আমি তাকে নিজের স্বাক্ষর সম্বলিত একটি বেসবল কার্ড দিয়েছি।”
আর, ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে ‘নির্লজ্জ’ বলা নিয়ে মুহুর্তেই শুরু হয় তোলপাড়। ২৩ জুনে পোস্ট করা ওই টুইটটি ইতিমধ্যেই দেখেছেন ৪৫ লাখেরও বেশি মানুষ। হাজার হাজার লাইকের পাশাপাশি হয়েছে দুই হাজার শেয়ার।
ঘটনা এখানেই থেমে নেই। ওই টুইটটি আবার রিটুইট করছেন স্বয়ং নরেন্দ্র মোদি! সাথে ক্যাপশনে লিখেছেন, “আপনার সাথে সাক্ষাৎটা চমৎকার ছিল।”
এ নিয়ে টুইটারে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। অনেকে দুষছেন মোদির দল বিজেপি’র আইটি সেলকে।
তাদের বক্তব্য- মোদিকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে করা টুইট কিভাবে রিটুইট করেন মোদি। সূত্র : মানবজমিন
CBNA24 অনলাইন ডেস্ক (এফএইচ/বিডি)
আমাদের ফেসবুক পেজে যেতে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলে যেতে ক্লিক করুন